রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৩:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

১০ দিনের মাথায় সিলেট রুটে ফের বগি লাইনচ্যুত, যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার: মৌলভীবাজার কুলাউড়া উপজেলার ভাটেরা এলাকায় আখাউড়া থেকে সিলেটগামী তেলবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় সিলেটের সাথে ঢাকা-চট্টগামের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

কুলাউড়া স্টেশন মাস্টার মুহিব উদ্দিন আহমদ জানান, আজ দুপুর ২টার সময় আখাউড়া থেকে সিলেটগামী তেলবাহী ট্রেন ভাটেরা এলাকা অতিক্রমকালে একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। আড়াই টারদিকে কুলাউড়া স্টেশন থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছে।

বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় সিলেটের সাথে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। উদ্ধার কাজ শেষ হতে দুই থেকে আড়াই ঘণ্টা সময় লাগতে পারে। তবে বিকাল ৩টা পর্যন্ত কুলাউড়া স্টেশনে কোন ট্রেন আটকা পড়েনি।

১০ দিনের মাথায় আবারও কুলাউড়া উপজেলার ভাটেরা এলাকায় সিলেটগামী তেলবাহী ট্রেনের একটি বগির ৪ টি চাকা লাইনচ্যূত হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com