সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪, ০৫:০০ অপরাহ্ন

বগুড়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৬

তরফ নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুর উপজেলায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশংকাজনক। আহতদের বগুড়ার শজিমেক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলা হামজাপুর কলেজ রোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভোর সাড়ে ৫ টার সময় বগুড়াগামী যাত্রীবাহী এসআর পরিবহনের বাস ও ঢাকামুখী পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থল থেকে ৬ জনের মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা।

বগুড়া ফায়ার সার্ভিস ষ্টেশনের সহকারী পরিচালক মো. আব্দুল হামিদ জানিয়েছেন, ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের দুই ইউনিট অভিযান চালিয়ে আটকে পড়া গুরুতর আহত ৪ জনসহ ১০ জনকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে পাঠিয়েছে।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, ট্রাকের গতি বেশি থাকায় এবং রাস্তায় চার লেনের কাজ চলায় এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর প্রায় দু’ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে সকাল আটটা থেকে আবার যান চলাচল স্বাভাবিক হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com