রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৪:১৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

বাংলাদেশ স্কাউটস বাহুবল উপজেলা শাখা গঠন

 নিজস্ব প্রতিনিধি : বাহুবলের উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদারকে সভাপতি, ফয়জাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রসিত চন্দ্র দেব’কে কমিশনার ও পুটিজুরী শরৎ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানু প্রিয় চক্রবর্তী’কে সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট ‘বাংলাদেশ স্কাউটস বাহুবল উপজেলা’ শাখা গঠন করা হয়েছে।
গতকাল ২৩ ফেব্রুয়ারি বাহুবল উপজেলা সদরে অবস্থিত দীননাথ ইনস্টিটিউশন সাতকাপন সরকারি মডেল হাইস্কুল মাঠে অনুষ্ঠিত দিনব্যাপী ত্রৈ-বার্ষিক কাইন্সিল ২০২১-এ উক্ত কমিটি গঠন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদারের সভাপতিত্বে ও পুটিজুরী শরৎ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষক পংকজ কান্তি গোপের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম আসাদুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিরাজুল ইসলাম, বাংলাদেশ স্কাউটস-এর লিডার ট্রেনার (LT) প্রমথ সরকার, বাংলাদেশ স্কাউটস হবিগঞ্জ জেলার কমিশনার কাজী কামাল উদ্দিন, বাংলাদেশ স্কাউটসের (হবিগঞ্জ ও মৌলভীবাজার) সহকারী পরিচালক মোঃ আবে হায়াত হাসান, বাংলাদেশ স্কাউটস হবিগঞ্জ সদর উপজেলার সম্পাদক শাহজাহান কবীর এবং দীননাথ ইনস্টিটিউশন সাতকাপন সরকারি মডেল হাইস্কুল প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) প্রনয় চন্দ্র দেব।
অনুষ্ঠানে প্রেসিডেন্ট আ্যওয়ার্ড প্রাপ্ত উপজেলার দুই শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়। তারা হলেন যথাক্রমে- পুটিজুরী শরৎ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সৈকত পাল ও দি হোপ ইন্টারন্যাশনাল স্কুলের ইশতিয়াক আহমেদ। সম্মেলনে উপজেলার মাধ্যমিক ও প্রাথমিক স্তরের দেড় শতাধিক কাউন্সিলর উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com