মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:২৪ অপরাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার পলাতক ৫ পলাতক আসামি আটক হয়েছে। বৃহস্পতিবার (২৫ ফ্রেব্রুয়ারি) শ্রীমঙ্গল থানার বিভিন্ন স্থানে অভিযান চলার সময় এসব আসামিদের আটক করা হয়।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো.আব্দুছ ছালেক জানান, পুলিশ সুপার জনাব মোহাম্মদ জাকারিয়া মহোদয় ও সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব আশরাফুজ্জামান শ্রীমঙ্গল সার্কেল মহোদয়ের দিক নির্দেশনা মতে শ্রীমঙ্গল থানার অভিযানিক দল জিআর পরোয়ানা ভুক্ত আসামি সোহেল মিয়া, সিআর পরোয়ানা ভুক্ত আসামি মোঃ আব্দুল হাশিম, ফৌঃ কাঃ বিঃ আইনের ১৫১ ধারা মোতাবেক আসামি মকলেছুর রহমান, পুলিশ আইনের ৩৪ ধারা মোতাবেক আসামি মোঃ গিয়াস উদ্দিন ও আসামী মোঃ রাজ্জাক মিয়া দের আটক করে।
পরে আটককৃত আসামিদের মৌলভীবাজার কোর্টহাজতে প্রেরণ করা হয়।