শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৬:৩৯ পূর্বাহ্ন
উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ (হবিগঞ্জ): নবীগঞ্জ বাজারের কেন্দ্রীয় শ্রী শ্রী গোবিন্দ জিউড় আখড়ায় বার্ষিক অষ্টপ্রহর ব্যাপী লীলা নাম সংকীর্তন মহোৎসব শুরু হয়েছে। অষ্টপ্রহরবব্যাপী লীলা সংকীর্তন মহোৎসবের অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে ২৩ ফেব্রুয়ারি রাত ৯ঘটিকায় অষ্টপ্রহরবব্যাপী লীলা কীর্তনের শুভ অধিবাস দিয়ে অনুষ্টানের শুরু হয় ।
২৪ ফেব্রুয়ারি বুধবার দিনরাত ব্যাপী বার ব্রাক্ষণমুহূতে হইতে অষ্টপ্রহরব্যাপী লীলা কীর্তনের শুভারম্ভ এবং দুপুর ২ঘটিকায় মহাপ্রসাদ বিতরণ।
অষ্টপ্রহরবব্যাপী লীলা কীর্তনে নামসুধা বিতরণ করেন,ভারতের শ্রীযুক্ত সুকুমার সরকার, গোপালগঞ্জের নবসখী সম্প্রদায়,সুনামগঞ্জের নিরঞ্জন দাশ,সিলেটের জলি রানী দে সহ বিভিন্ন কীর্তনীয়া দল।
অনুষ্টানমালায় ২৫ ফেব্রুয়ারি বৃহস্পতি দুপুরে দধিভান্ড ভঞ্জন ও ব্রজের ধুলিগ্রহন এবং হরিলুটের মাধ্যমে উৎসবের সমাপ্তি হবে। কীর্তন কমিটির সভাপতি পৌর কাউন্সিলর বাবুল চন্দ্র দাশের সভাপতিত্ব এবং সাধারন সম্পাদক শিক্ষক প্রজেশ রায় নিতনের পরিচালনায় অনুষ্টানে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী, জিপি এডভোকেট প্রবাল মোদক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়,উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সুখেন্দু রায় বাবুল, সাধরণ সম্পাদক নির্মেলন্দু দাশ রানা, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি উত্তম কুমার পাল হিমেল, আখড়া কমিটির সভাপতি নিখিল আচার্য্য, সাবেক সভাপতি সুবিনয় কর, সাধারনণ সম্পাদক বিধান ধর, অরবিন্দু বনিক, মৃনাল কান্তি রায় মিনু, অশোক তরু দাস, রঙ্গলাল রায়, রমাপদ রায়, উপজেলা যুবলীগের যগ্ম আহবায়ক গোলাম রসুল রাহেল চৌধুরী, পৌর কাউন্সিলর যুবরাজ গোপ, উপজেলা পুজা উদযান কমিটির সাবেক অর্থ সম্পাদক প্রমথ চক্রবর্ত্তী বেনু, সাংগঠনিক নীলকণ্ট দাশ সামন্ত নন্টী, হিমাংশু শেখর রায়, শিক্ষক বিধান রায়, শ্যামল দত্ত, পবিত্র বনিক, মন্টু আচার্য্য, শংকর পাল, বিষ্ণু পদ রায়, উত্তম কুমার রায়, দিপক পাল, শিক্ষক লিটন দেবনাথ, প্রদীপ রায়, উৎপল দাশ, পার্থ কুমার পাল, শংকর দেব, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পপাদক গৌতম রায়, সাাংগঠনিক ওহি চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সল তালুকদার, অজিত কমার দাশ, রশময় শীল, লিটন কান্তি দাশ নিটু, প্রশান্ত দাশগুপ্ত খোকন, রিপন কর, রিন্টু দাশ, কাঞ্চন বনিক, পিন্টু রায়, তনুজ রায়, প্রণব দেব, সুুুশান্ত বনিক, সুজয় বনিক, অরুনাভ বনিক পলাশ, মিথুুুন পাল প্রমুখ।
অনুষ্টানে সহস্রাধিক ভক্তবৃন্দ ও বিভিন্ন সামাজিক সংগঠনের লোকজন উপস্থিত ছিলেন।