বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৫:৩১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

শায়েস্তাগঞ্জে স্কুলছাত্র তানভীর হত্যার প্রতিবাদে অপরাধ নির্মূল সভা

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : শায়েস্তাগঞ্জে উপজেলার নূরপুরে স্কুলছাত্র তানভীর হত্যার প্রতিবাদে শোকসভা ও অপরাধ নির্মূল সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় নূরপুর হাইস্কুল মাঠে অনুষ্ঠিত সভায় আরিফ হোসেন খোকন এর পরিচালনায় ও নূরপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃমুখলিছ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন – শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় চন্দ্র দেব, সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, বিশিষ্ট মুরুব্বী লাল মিয়া সরদার, মোঃকরিম সরদার, মোঃআক্তার হোসেন,মোঃজামাল সরদার।

এছাড়াও আরো বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ থানার এস আই কাউসার মাহমুদ তোরন, এস আই জসীম, সাংবাদিক এস এইচ টিটু, মীর আবু তাহের, মর্তুজ সরদার, নূরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, নূরপুর ইউপি সদস্য – মোঃআছকির মিয়া, শেখ তানভীর আহমেদ সফিক, জীতু মিয়া, ফারুক মিয়া, মহিলা সদস্য মোছাঃ রাবেয়া বেগম, বিশিষ্ট মুরুব্বী দিদার হোসেন মানিক, আব্দুল লতিফ, আব্দুল মন্নাফ,ফরিদ মিয়া, নূর মিয়া প্রমুখ।

প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার বলেন, মানুষের মাঝে যেন পশুত্বের রুপ না থাকে, আপনার সন্তানদেরকে এইচএসসি পাসের আগে এন্ড্রয়েড ফোন হাতে তুলে দিবেন না। আপনার সন্তান স্কুল কলেজে গিয়ে কি করে, কার সাথে মিশে এসব নজরে রাখবেন।

প্রতিবাদ সভায় তিনি আরো বলেন, আইনের কোন ফাকফোকরে যেন আসামীরা পার না পায়,সেজন্য চার্জশিটে কঠিন ধারা দেওয়ার জন্য শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ কে নির্দেশ দেন।

এছাড়াও তানভীর হত্যার বিচার দ্রুত ট্রাইবুনালের মাধ্যমে বিচার করার জন্য দাবি জানিয়েছেন এলাকাবাসী।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com