মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৪২ অপরাহ্ন
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: চুনারুঘাট উপজেলার রাণীগাঁও ইউনিয়নের হাকাজুরা গ্রামে বৃহস্পতিবার দুপুরে তিন চোর ও একটি ছাগল সহ সি এন জি চালিত অটোরিকশা আটক করে হাকাজুরা গ্রাম বাসী।
জানা যায় রানীগাঁও ইউনিয়নের হাকাজুরা গ্রামের মধ্যে বর্তী রাস্তা দিয়ে সি এন জি চালিত অটোরিকশা টি বেপওয়ারা গতি লক্ষ করে তামানোর চেষ্টা করলে তারা দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে গ্রাম বাসী সংঘবদ্ধ ভাবে তাদের কে আটক করে।
আটক কৃতরা হলো আব্দুল কাইয়ুম (৩০) পিতা মৃত জনাব আলী, তাজুল ইসলাম পিতা মৃত ফাকু মিয়া, সুমন মিয়া (২৮) পিতা আপেল মিয়া। সর্ব সাং বাহুবল উপজেলার আব্দুল্লাহ পুর মিরপুর।
পরে স্হানীয় সাংবাদিক নোমান আহমেদ চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী আশরাফ কে ঘটনাটি অবহিত করলে তিনি তাৎক্ষণিকভাবে ফোর্স পাঠিয়ে তাদের কে থানা হাজতে নিয়ে যান।
আটককৃত ছাগল টি রানীগাও ইউনিয়নের ইসলাম পুর গ্রামের মোঃ সেলিম মিয়ার বলে জানা গেছে।