শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০১:১৯ পূর্বাহ্ন
ফয়সল আহমেদ চৌধুরী, বাহুবল (হবিগঞ্জ) থেকে : বাহুবলে প্রাণিসম্পদ উন্নয় প্রকল্পের আওতায় সমতল ভূমিতে বসবাসরত অনাগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ৫৬ জন পুরুষ ও নারীদের মাঝে ১২৫ কেজি করে গো-খাদ্য বিতরণ করা হয়েছে। গত বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. ভাস্কর চন্দ্র তালুকদার, উপজেলা সহকারি ভেটেরিনারি সার্জন ডা. আসাদুজ্জামান।
এছাড়াও অনুষ্ঠানে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।