মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০২:২৮ পূর্বাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: ঐতিহাসিক ৭ই মার্চের এইদিনে বাঙালির জাতি-রাষ্ট্র গঠনে একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছিলো। বঙ্গবন্ধু শেখ মুজিব তাঁর কালজয়ী ভাষণে স্বাধীনতার ডাক দিয়েছিলেন, প্রতিরোধ যুদ্ধের প্রস্তুতির নির্দেশ দিয়েছিলেন। আওয়ামীলীগের নেতৃত্বে গ্রামে, মহল্লায় সংগ্রাম কমিটি গঠনের নির্দেশ দিয়েছিলেন।
উজ্জীবিত তৎকালীন পূর্ব পাকিস্তানের আপামর (কিছু রাজাকার আলবদর আলশামস বাদে) মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বঙ্গবন্ধুর ডাকে প্রতিরোধ যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেছিলেন।
উপজেলা কমপ্লেক্স এ স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শ্রীমঙ্গল প্রেসক্লাব ঐতিহাসিক এই দিনটি পালন করে।
শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী, সাধারণ সম্পাদক মো ইমাম হোসেন সোহেল, কোষাধ্যক্ষ সৈয়দ ছায়েদ আহমেদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো মামুন আহম্মদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন, সদস্য সনেট দেব চৌধুরী, মো আব্দুর রব, সহযোগী সদস্য আলম, ঝলক দেব, নূর মো সাগর, আহমেদ এহসান সুমন প্রমুখরা অংশ নেন।
শ্রদ্ধা নিবেদনকালে প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে ছিলেন মাননীয় সাংসদ, অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি, সাবেক চিফ হুইপ, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড মো আব্দুস শহীদ এমপি।