শনিবার, ০৯ অগাস্ট ২০২৫, ০৮:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মালয়েশিয়া বাংলাদেশিদের জন্য চালু করল মাল্টিপল এন্ট্রি ভিসা বাংলাদেশকে গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রত্যাশা তারেক রহমানের চুনারুঘাটে ফসল নষ্ট করতে বাঁধা দেওয়ায় হামলা, আহত ২ মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত বেড়ে ২০, দগ্ধ ১৭১ চিকিৎসাধীন উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত ১, দগ্ধ ২৫ জন বাহুবলে জমি সংক্রান্ত বিষয় নিয়ে দুই পক্ষের সংঘর্ষ; আহত অর্ধশতাধিক বাহুবলে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু কোনো ভুল সিদ্ধান্তে যেন ফ্যাসিবাদ পুনর্বাসনের সুযোগ না পায়: তারেক রহমান বাহুবলে “রোবোটিক্স কর্মশালা ২০২৫” অনুষ্ঠিত হবিগঞ্জে নারী নির্যাতনের ঘটনায় ৫ নারী কারাগারে

শ্রীমঙ্গলে দুই রেস্টুরেন্টকে ৮০ হাজার টাকা জরিমানা

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: শ্রীমঙ্গলে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর মৌলভীবাজারের অভিযানে দুটি রেস্টুরেন্টকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৮ মার্চ) দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে র‌্যাব-৯ এর সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে একই ফ্রিজে কাঁচা ও রান্না করা খাদ্য পণ্য বিক্রয়ের জন্য সংরক্ষণ করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি করা, রান্না ঘরে হোটেল শ্রমিকদের স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত না করা, পঁচা ও বাসি খাদ্য পণ্য ফ্রিজে সংরক্ষণ করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে ষ্টেশন রোডে অবস্থিত কুটুমবাড়ি রেষ্টুরেন্টকে ৫০ হাজার টাকা, মদিনা মার্কেটে অবস্থিত সাতকরা রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

ভোক্তা সংরক্ষন অধিদপ্তর মৌলভীবাজা এর সহকারি পরিচালক মো.আল-আমিন জানান, অভিযানে দুটি রেস্টুরেন্টকে ৮০ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। পেঁয়াজ, রসুন, আদা, চাল, তেল, শাক-সবজি, কাচামাল, মশলাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে এবং ভোগ্য পণ্য সামগ্রীর দাম যেন কেউ অনৈতিক ভাবে বাড়াতে না পারে এবং নকল হ্যান্ড সেনিটাইজার ও নিম্নমানের সংক্রমণরোধী জীবাণুনাশক বিক্রয় না করতে পারে সেই লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক প্রতিনিয়ত বাজার মনিটরিং কার্যক্রম চলমান থাকবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com