মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জে ছেলের মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মেহেরুন্নেছা (৪৭) নামে এক মায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ আঞ্চলিক সড়কের কলিমনগর নামকস্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত মেহেরুন্নেছা হবিগঞ্জ শহরের রাজনগর এলাকার শামছুজ্জামানের স্ত্রী।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, দুই দিন আগে মেহেরুন্নেছা তার স্বামীর বাড়ি রাজনগর থেকে বাবার বাড়ি চুনারুঘাট উপজেলায় বেড়াতে যান। বুধবার সকালে তার ছেলে ছামী আহমেদের সাথে মোটরসাইকেলযোগে সেখান থেকে হবিগঞ্জ শহরে ফিরছিলেন। দুপুর ১২টার দিকে কলিমনগর এলাকায় পৌঁছলে মেহেরুন্নেছা মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। স্থানীয় লোকজন গুরুতর আহ অবস্থায় তাকে উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আধুনিক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মিঠুন রায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে মেহেরুন্নেছার মৃত্যুর খবর তার আত্মীয়স্বজনরা জানতে পেরে হাসপাতালে এসে ভিড় জমায়। এ সময় স্বজনদের কান্নায় পুরো হাসপাতাল এলাকায় এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।