সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৮:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

মিয়ানমারে বিক্ষোভে ফের গুলি, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারে সামরিক অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে পুলিশের প্রকাশ্যে গুলিতে সাত বিক্ষোভকারী নিহত হয়েছে। বৃহস্পতিবার দেশটির পৃথক দুইটি শহরে এই ঘটনা ঘটে বলে স্থানীয় গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে।

নিউজ এজেন্সি রয়টার্স বিক্ষোভে অংশগ্রহণকারী এবং হাসপাতালে লাশ বহনকারী একজনের বরাত দিয়ে জানিয়েছে, মিয়ানমারের কেন্দ্রীয় শহর মিয়াংয়ে পুলিশ বিক্ষোভকারীদের ওপর গুলি নিক্ষেপ করলে ছয় বিক্ষোভকারী নিহত হয়। এছাড়া মিয়ানমারের সর্ববৃহৎ শহর ইয়াঙ্গুনের উত্তর দাগন জেলায় আরেক বিক্ষোভকারী পুলিশের গুলিতে নিহত হয়। একজন স্বাস্থ্য কর্মকর্তা ছয়জন নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বিক্ষোভে অংশ নেয়া ওই ব্যক্তি বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছিলাম। তারা (পুলিশ) এমন নিষ্ঠুর ঘটনা ঘটালো আমি বিশ্বাস করতে পারছি না।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, এক ব্যক্তি রাস্তায় পড়ে আছে। তার মাথার ক্ষত দিয়ে রক্ত ঝরছে।

বৃহস্পতিবারের নিহতের ঘটনার আগে রাজবন্দিদের সহযোগী একটি অ্যাডভোকেসি গ্রুপ জানায়, গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের পর পুলিশ ও সেনাবাহিনীর গুলিতে ৬০ জনের বেশি আন্দোলনকারী নিহত হয়েছে। এছাড়া জান্তা সরকার প্রায় দুই হাজার মানুষকে আটক করেছে।

মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অভিযোগ করছে, বিক্ষোভকারীদের প্রতি মিয়ানমারের সেনাবাহিনী যুদ্ধের মতো আচরণ করছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com