শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৪:৫২ পূর্বাহ্ন
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবল মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মোড়ালে পুষ্পস্তবক অর্পনকালে জুতা পায়ে প্রবেশ করায় চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমানকে নিয়ে তোলপাড় চলছে। তিনি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর নানা বিতর্কিত কর্মকান্ডের কারণে প্রায়ই তাকে নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। নিজেকে বঙ্গবন্ধুর প্রেমিক মুখে দাবি করলেও তার প্রকৃত দৃষ্টি ভঙ্গি রহস্যজনক বলে মনে করেন উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা সহ বাহুবলের সচেতন মহল।
১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করে উপজেলা প্রশাসন। উক্ত কর্মসূচির অংশ হিসাবে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর মোড়ালে উপজেলা প্রশাসনের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইয়াকুত মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন, মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার ডাক্তার আবুল হোসেন সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ওই সময় উপস্থিত এক কর্মকর্তা জানান, পুষ্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধুর মোড়ালে উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান জুতা পায়ে প্রবেশের দৃশ্যটি কয়েকজনের চোখে পড়ে। তখন উপস্থিত কর্মকর্তাদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দেয়। তবে তাৎক্ষনিক প্রকাশ্যে কেউ মুখ খোলেননি। পরে ওই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বাহুবলে বিরুপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এব্যাপারে উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমানকে মোবাইল ফোনে কল দিলে তিনি রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।