বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ০৮:৪৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

শ্রীমঙ্গলে জাগ্রত যুব সংসদের আনন্দ ভ্রমন

নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্যই সকল সুখের মূল। শারীরিক ও মানসিক স্বাস্থ্য রক্ষার্থে ভ্রমণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রতি বছরের ন্যায় এবারো জাগ্রত যুব সংসদের আয়োজনে বন্ধুদের নিয়ে আনন্দ ভ্রমণ উদযাপন করা হয়েছে।

শত কর্মব্যস্ততা থেকে নিজেদের কিছুটা প্রশান্তি দিতে এবং প্রকৃতির সাথে নিজেদের অবগাহন করাতে শুক্রবার ১৯ মার্চ সারাদিন পর্যটন নগরী শ্রীমঙ্গলের পাহাড়ে ঘেরা হরিণ ছড়া ঘুরে দেখেন ৷

এখানকার দর্শনীয় জায়গা সবাই ঘুরে দেখেন এবং অনেকেই আনন্দ উল্লাস করেন। প্রথমেই হরিণ ছড়া ফুটবল মাঠে বন্ধুদের দুটি টিম করে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় ৷ ম্যাচে মেঘনা দল পদ্মা দলকে দুই এক গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ৷

অপরদিকে সিক্স এ সাইড ক্রিকেট টুর্ণামেন্টে পদ্মা দল মেঘনা দলকে ২ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ৷

আনন্দ ভ্রমনে উপস্থিত ছিলেন জাগ্রত যুব সংসদের সাবেক সভাপতি আবু সাদত সায়েম, সাবেক সাধারণ সম্পাদক সাইফুদ্দিন লিটন, সাংগঠিক সম্পাদক রাজিবুর রহমান বাবু, শিমুল আহমেদ, মশিউর রহমান, ফখরুল ইসলাম এংরাজ, আনোয়ার, শামীম আহমেদ, লালন, আজমল, সুমন, সোহেল কানু, নুর ইসলাম, মুন্না, মুছা, তাপস বুনার্জি, দেলোয়ার, শামীম, সেবন চৌধুরী, নিখিল দেবনাথ, বাবু, জুয়েল, জসিম প্রমুখ ৷

আনন্দ ভ্রমন পরিচালনায় ছিলেন, সাংবাদিক শফিকুল ইসলাম রুম্মন, শিমুল আহমেদ ও আবু সাদত সায়েম ৷ ভ্রমন শেষে বিজিত ও পরাজিতদের মধ্যে ক্রেস্ট প্রদান করা হয় ৷ এবং আনন্দ ভ্রমনে অংশ গ্রহণকারীদের মধ্যে ১২টি ক্রেস্ট, ১২টি গামছা ও চারটি ছাতা বিতরণ করা হয় ৷

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com