শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৪:৩৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

শাল্লায় হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: সুনামগঞ্জের শাল্লা উপজেলার হিন্দু অধ্যাসিত নোয়াগাঁত্ত গ্রামে হিন্দু সম্প্রদায়ের ঘড়বাড়ি ভাঙচুর, মন্দির লুটপাট নারী নির্যাতনের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা পৌর ও ইউনিয়ন শাখা এবং বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক পরিষদ শ্রীমঙ্গল উপজেলা, পৌর ও ইউনিয়ন শাখার আয়োজনে শনিবার শহরের হবিগঞ্জ সড়কের শ্রীশ্রী জগন্নাথ দেবের আখড়ার সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হয়।

প্রতিবাদ ও মানববন্ধনে একাত্বতা প্রকাশ করেন উপজেলা আওয়ামী লীগ, বিএমএ, ফারিয়া, সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি ও রন্নন শিল্প সমিতির নেতৃবৃন্দরা।

বক্তব্য রাখেন, বিএমএ শ্রীমঙ্গল শাখার সভাপতি ও উপজেলা আ; লীগের সহ-সভাপতি ডা. হরিপদ রায়, আ’মীলীগ সাধারণ সম্পাদক সহিদ হোসেন ইকবাল, যুগ্ম-সম্পাদক এনাম হোসেন মামুন, শ্রীশ্রী জগন্নাথ দেবের আখড়া পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অজয় কুমার দেব, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক পরিষদ শ্রীমঙ্গল উপজেলার আহব্বায়ক দীজেন্দ্র লাল রায়, সদস্য সচিব সমীরন সরকার, সদস্য মিনিক সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদ হোসেন ইকবাল, যুগ্ম সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, জগৎজ্যোতি ধর, সদর ইউনিয়ন চেয়ারম্যান ভানু লাল রায়, পৌর পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ছুটন চৌধূরী, ভূনবীর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক দেব, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক পরিষদের সাধারণ সম্পাদক জয়ন্ত ভট্টাচার্য্য, কালাপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক পরিষদের সভাপতি বিমল দেব, সদর ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি স্বপন বিশ্বাস, সাতগাঁত্ত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সীতারাম অলমিক ও সাতগাঁত্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ বিশ্বাস।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com