শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০১:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বৃহস্পতিবার সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা চট্টগ্রামে ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে নিহত ৩ কলম্বিয়াকে হারিয়ে দ্বিতীয়বার কোপা আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বাহুবলে স্মার্ট এনআইডি কার্ড বিতরণের জন্য জনবল নিয়োগ বিজ্ঞপ্তি বাহুবলে দুই মাস ধরে নিখোঁজ রবিউলের সন্ধান চায় পরিবার যে কারণে ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি দেয় সোহাগ ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকিদাতা গ্রেপ্তার পিএসসির প্রশ্নফাঁস: দায় স্বীকার করে ৭ জনের জবানবন্দি, ১০ জন কারাগারে দেশের সম্পদ বেচে মুজিবের মেয়ে ক্ষমতায় আসে না: প্রধানমন্ত্রী ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি, প্রতিবাদে বাহুবলে মানববন্ধন

নবীগঞ্জে ওয়ারেন্টভূক্ত আসামী আলোচিত সোহেল গ্রেফতার

নবীগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা : নবীগঞ্জে সোহেল মিয়া (৩৮) নামের এক ওয়ারেন্টভূক্ত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৯ জানুয়ারি) সন্ধা ৭ টার দিকে নবীগঞ্জ শহরের নতুন বাজার মোড় থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত সোহেল মিয়া নবীগঞ্জ উপজেলার ঘোলডুবা গ্রামের মৃত আতর আলীর ছেলে।

নবীগঞ্জ থানার এস আই কাউছার আলম জানান, আদালতের একটি মামলায় সে ওয়ারেন্টভূক্ত আসামী হিসেবে পালিয়ে বেড়াচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৪ সালের মে মাসে এই সোহেল মিয়া নবীগঞ্জ শহরের ব্যবসায়ী দিলাওর মিয়ার নিকট ২ লাখ ৯০ হাজার টাকার বিনিময়ে ১৯ শতক জমি বিক্রি করেন। কথা থাকে রেজিষ্ট্রিরী করে দেয়ার পর নবীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা মোতাহির মিয়ার নিকট থেকে টাকা বুঝে নিবে।

সে মোতাবেক ওই বছরের ৯ মে উক্ত জমি রেজিষ্ট্রারী করে দেয় সোহেল। ১০ মে মোতাহির মিয়া নবীগঞ্জ এক্সিম ব্যাংকে তার একাউন্ট থেকে ২ লাখ ৯০ হাজার টাকা উত্তোলন করে সোহেলকে বুঝিয়ে দেন। যা ওই ব্যাংকের সিসি ক্যামেরায় ধারণ করা ছিল। কিন্তু এর ২ দিন পর অর্থাৎ ১১ মে আওয়ামীলীগ নেতা মোতাহির মিয়া মারা গেলে সোহেল মিয়া মৃতের পরিবারের নিকট ওই টাকা দাবী করে।

তবে মৃতের পরিবার এবং ব্যবসায়ী প্রতিষ্টানের কর্মচারীরা সোহেল মিয়ার টাকা পরিশোধের বিষয়টি অবগত থাকায় তাকে আটক করা হয়। এমনকি টাকা গ্রহনের দৃশ্য ব্যাংকের সিসি ক্যামেরায় ধারণকৃত থাকায় ব্যবসায়ী নেতৃবৃন্দ ক্ষিপ্ত হয়ে সোহেলকে পুলিশে সোপর্দ করেন।

পরে আটককৃত সোহেল লোভের বশিভুত হয়ে ওই টাকা পাওনার নাটক সাজায় বলে স্বীকার করে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটানোর জন্য মুছলেখা দিলে তাকে ছেড়ে দেওয়া হয়। এনিয়ে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে তোলপাড় সৃষ্টি হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com