শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০২:৩৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

বাহুবলে অনলাইন কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নাজমুল ইসলাম হৃদয়, বাহুবল (হবিগঞ্জ): হবিগঞ্জের বাহুবল উপজেলায় ২৬ শে মার্চ মহান বিজয় দিবস উপলক্ষে কে.এম ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত অনলাইন কুইজ পুরস্কার বিতরণ ও উপদেষ্টা মন্ডলীগনের সংবর্ধনা অনুষ্ঠান পালিত হয়েছে।

শুক্রবার (২৬ মার্চ) সকাল ১১ ঘটিকায় বাহুবল উপজেলার সানশাইন মডেল হাই স্কুল ক্যাম্পাসে কে.এম ফাউন্ডেশন এর সভাপতি মোঃ জাবেদ আহমেদ এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক এ. এস.এম. রেদুয়ানের পরিচালনায় অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে কে.এম ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত অনলাইন কুইজ প্রতিযোগিতায় ১৭ জন উত্তীর্ণ হয়েছে । উক্ত সংগঠনের পক্ষে থেকে কুইজ উত্তীর্ণদের পুরস্কার বিতরণ ও উপদেষ্টা মন্ডলীগনের সংবর্ধনা দেওয়া হয় । এছাড়া বাহুবল উপজেলার সুনামধন্য নবজাগরণ সামাজিক ও স্চ্ছোসেবী যুব সংগঠন এবং ব্লাড ফর লাইফ ইন বাংলাদেশ এই দুই সংগঠন সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় সম্মাননা স্মারক প্রদান ও কে.এম ফাউন্ডেশন এর দুই সদস্য এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আট গ্রাম নেতা, জনাব আলহাজ্ব আকাদ্দছ মিয়া বাবুল, বিশেষ অতিথি ছিলেন, কে.এম ফাউন্ডেশন এর উপদেষ্টা ও পাচঁ গ্রাম নেতা, ফয়সল আহমেদ, উপদেষ্টা, হোসেন আহমেদ, উপদেষ্টা, নাজির হোসেন হাসু, উপদেষ্টা,আব্দুল হক, উপদেষ্টা, শারমিন আক্তার সুমি, উপদেষ্টা, আনোয়ার আলী ।

বক্তব্য রাখেন, প্রধান অতিথি ও বিশেষ অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ। বক্তারা বলেন, এসময় উচ্চ শিক্ষার প্রসারে অনলাইন কুইজ ও পুরস্কার বিতরণ করায় আমরা খুবই আনন্দিত এমন করোনা সময় এমন প্রতিযোগিতা দেওয়া প্রশংসা করেন । সমাজের গরিব অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে সম্মান অর্জন করতে হবে । কে.এম ফাউন্ডেশন সংগঠনের উত্তরোত্তর সফলতা কামনা করে মানব সেবায় সংগঠনকে এগিয়ে যেতে ও সহযোগিতার আশ্বাস দেন ।

উল্লেখ্য, ২০২০ সালের বাহুবল উপজেলায় কে.এম. ফাউন্ডেশন নামে সংগঠনটি গড়ে উঠে। উক্ত সংগঠন কর্তৃক ২৬শে মার্চ ২০২১ উপলক্ষে অনলাইন কুইজ প্রতিযোগিতা আয়োজিত করেন ।

সংগঠনের সভাপতি জাবেদ আহমেদ বলেন, সমাজের মানুষ পাশে থেকে সকলের সহযোগিতা নিয়ে আমরা অসহায় মানুষের সেবা করতে চাই। আমরা একে ওপরের কাঁদে কাঁদ মিলিয়ে কাজ করে সমাজ থেকে সকল ধরণের অনৈকতা দূর করে সমাজের সেবা করতে চাই ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ ও গীতা পাঠ করেন শৈলী দেব শ্বেতা।

অন্যান্যর মাঝে উপস্থিত ছিলেন, নবজাগরণ সামাজিক ও স্চ্ছোসেবী যুব সংগঠন এর প্রচার সম্পাদক ও সাংবাদিক মোঃ নাজমুল ইসলাম হৃদয়, নবজাগরণ সামাজিক ও স্চ্ছোসেবী যুব সংগঠন ও কে.এম. ফাউন্ডেশন সদস্য মোঃ উজ্জ্বল মিয়া, কে.এম. ফাউন্ডেশন এর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রমজান মিয়া, সাংগঠনিক সম্পাদক, মো মামুনুর রশীদ, কে.এম ফাউন্ডেশন এর শিক্ষা বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম সহ অন্যান্যরা ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com