শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০২:৪৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

চুনারুঘাটে স্বাধীনতা দিবস পালিত

মোঃ জামাল হোসেন লিটন, চুনারুঘাট (হবিগঞ্জ): হবিগঞ্জের চুনারুঘাটে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়।

শহীদ বেধিতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা পুষ্পস্তবক অর্পন করেন। পরে সালামী ও কুচকাওয়াজ শেষে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের শরীরচর্চা প্রদর্শনীর শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন-উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, উপজেলা নির্বাহী অফিসার সত্যজিত রায় দাশ, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের, পৌর মেয়র সাইফুল আলম রুবেল, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী আশরাফ, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু তাহের মিয়া মহালদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, প্রেসক্লাব সভাপতি কামরুল ইসলাম, সহ- সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটন, যুগ্ন-সম্পাদক ইসমাইল হোসেন বাচ্চুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।

এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্টানে স্বাধীনতা ও বিজয় দিবস পালন করা হয়েছে। সকাল ১১.৩০মিঃ সময়ে উপজেলা প্রশাসন হল রুমে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com