রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৭:৩৬ অপরাহ্ন
মাধবপুর (হবিগঞ্জ), সংবাদদাতা : মাধবপুরের ভারতীয় সীমান্তবর্তী নিজনগর এলাকা থেকে ১৫০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার ধর্মঘর ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী নিজনগর গ্রাম থেকে উল্লেখিত পরিমাণ গাঁজা উদ্ধার করে।
৫৫ বিজিবির অধিনায়ক লে.কর্নেল জাহিদুর রশিদ জানান, ওই দিন ভোরে গোপন সূত্রে খবর পেয়ে ধর্মঘর সীমান্ত ফাঁড়ির হাবিলদার সায়েদুর রহমান এর নেতৃত্বে একদল বিজিবি সদস্য অভিযান চালিয়ে ১৫০ কেজি গাঁজা উদ্ধার করেন।
এ সময় কাউকে আটক করা যায়নি। বিজিবির অভিযানের টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।