মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:১২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
পিঠা মেলাকে ঘিরে সানশাইন ক্যাম্পাসে নবীন-প্রবীন-নারী-শিশুর মিলনমেলা বাহুবলের মিরপুরে দি হোপ শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাহুবলের পুটিজুরীতে আলোর দিশারী শিক্ষাবৃত্তি পরীক্ষা সম্পন্ন নতুন আইজিপি বাহারুল আলম সড়কে বাকবিতণ্ডার জেরে সাবেক এমপির ‘ফাঁকা গুলি’, মারধর করে পুলিশে সোপর্দ আগাম নির্বাচনে ক্ষমতায় আসবে বিএনপি, কিন্তু… : আইসিজি বাহুবলে বহু কাঙ্খিত স্মার্ট কার্ড বিতরণের সিডিউল ঘোষণা বাহুবলে মা মেয়ে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি বাহুবলের বিশিষ্ট সাংবাদিক মাওলানা নূরুল আমিন-এর মাতৃ বিয়োগ বাহুবলে মরহুম মকসুদ আহমেদ লেবু’র স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

দক্ষিণ সুনামগঞ্জে গলা কেটে শিশু হত্যা : ঘাতক গ্রেপ্তার

সুনামগঞ্জ প্রতিনিধি : দক্ষিণ সুনামগঞ্জের মুক্তাখাই গ্রামে শিশু ইমন হত্যা মামলার প্রধান আসামী ঘাতক সায়মনকে গ্রেপ্তার করেছে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তারকৃত সায়েম আহমদ পার্শ্ববর্তী ছাতক উপজেলার বড়কাপন গ্রামের দুদু মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৫ মার্চ) রাতে দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি কাজী মুক্তাদীর হোসেনের দিকনির্দেশনায় এসআই জয়নাল আবেদীন সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে ছাতক থানাধীন জাউয়া বাজার ইউনিয়নের বড়কাপন এলাকা থেকে সেলিম আহমদ সায়মনকে গ্রেপ্তার করে। পরে শুক্রবার সকালে ঘাতক সায়মনকে আদালতে প্রেরণ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি কাজী মুক্তাদির হোসেন জানান, থানা পুলিশের বিশেষ অভিযানে ঘাতক সায়মনকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং আদালতে ১৬৪ ধারায় সে শিশু ইমনকে হত্যার কথা স্বীকার করেছে।

উল্লেখ্য, শিশু মো. ইমন আহমদের মা রুজিনা বেগমের অন্যত্র বিয়ে হওয়ায় সে ছোট বেলা থেকে তার নানা মুক্তাখাই গ্রামের আরজ আলীর বাড়ীতে বসবাস করে আসছিল। তার নানার অভাব অনটনের সংসার হওয়ায় মুক্তাখাই গ্রামের আজাদ মিয়ার বাড়ীতে গরু চরানোর কাজ করতো এবং রাতের বেলায় তার নানার বাড়ীতে থাকতো।

মঙ্গলবার (২৩ মার্চ) রাতে মুক্তাখাই পয়েন্টে আজাদ মিয়ার ফার্নিচারের দোকানের কাঠমিস্ত্রী ছাতক উপজেলার বড়কাপন গ্রামের দুদু মিয়ার ছেলে ঘাতক সেলিম আহমদ সায়মনের প্ররোচনায় নিহত ইমন আহমদ রাতের খাবার শেষে কাঠমিস্ত্রী সায়মনের সাথে ফার্নিচারের দোকানে গিয়ে ঘুমিয়ে পড়ে। এসময় রাতের আধারে ইমনকে কাঠমিস্ত্রীর ব্যবহৃত বাটাইল দিয়ে গলার শ্বাসনালী কেটে হত্যা করে পালিয়ে যায়। এই হত্যার ঘটনায় ইমন আহমদের মামা মুর্তাখাই গ্রামের আরজ আলীর ছেলে নাসির মিয়া বাদী হয়ে ২৫ মার্চ দক্ষিণ সুনামগঞ্জ থানায় সেলিম আহমদ সায়মনকে প্রধান আসামী করে হত্যা মামলা (মামলা নং- ১০) দায়ের করেন

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com