শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ০৪:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলের বিশিষ্ট সাংবাদিক মাওলানা নূরুল আমিন-এর মাতৃ বিয়োগ বাহুবলে মরহুম মকসুদ আহমেদ লেবু’র স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত কবরস্থান নিয়ে বিরোধ; হামলার ঘটনায় এক ব্যক্তি নিহত মিরপুর দি হোপ স্কুলে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক সেমিনার গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন ড. ইউনূস ধান ক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার জমি নিয়ে বিরোধ; দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত দোকান বাকীর টাকা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ : বৃদ্ধ নিহত হবিগঞ্জে হত্যা মামলা, আ.লীগ সভাপতিসহ ২শ জন আসামি গ্র্যান্ড সুলতান রিসোর্টে শামীম ওসমান লুকিয়ে থাকার গুঞ্জন, তাল্লাশি শেষে যা বলছে পুলিশ

সিলেটে গাড়ি চালানোর দাবিতে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: এবার গাড়ি চালানোর দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন সিলেট জেলা বাস-মিনিবাস এবং মাইক্রোবাস শ্রমিকরা। বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকাল ১১ টায় সিলেটের কদমতলী এলাকায় গণপরিবহণ চালুর দাবিতে এ বিক্ষোভ মিছিল করেন তারা। এর আগে গত ২০ এপ্রিল রাতে সিলেট-ঢাকা রুটে চলছে গাড়ি, চাঁদা নিচ্ছে পুলিশ-শ্রমিক শিরোনামে সিলেট ভয়েসে সংবাদ প্রকাশ হয়। এ সংবাদের এক দিন পরই শ্রমিকদের মানবেতর জীবনযাপনের কথা তোলে ধরে শ্রমিক নেতারা এ বিক্ষোভ করেন।

তবে শ্রমিক নেতাদের দাবি, দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে দুই দফা দাবিতে এ বিক্ষোভ মিছিল করা হয়। তাদের দুই দফা দাবিগুলো হলো- অবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহণ চলাচলে নির্দেশ প্রদান করতে হবে এবং ১০ টাকা কেজি দরে (ভিজিএফ) চাল শ্রমিকদের মধ্যে বিতরণ করতে হবে।

এদিকে সকালে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় শুরু হওয়া এ বিক্ষোভে সিলেট জেলা বাস- মিনিবাস কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন শ্রমিক নেতারাসহ কিছু শ্রমিকও উপস্থিত ছিলেন। এসময় বিক্ষোভকারীরা লকডাউনের কারণে শ্রমিকদের মানবেতর জীবনের কথা তোলে ধরেন।

অপরদিকে চলমান লকডাউনে করোনা সংক্রমণ ঠেকাতে সরকারের পক্ষ থেকে সকল-রকম সভা সমাবেশ নিষিদ্ধ করা হলেও কোনরকম স্বাস্থ্যবিধি না মেনেই শ্রমিকরা এ বিক্ষোভ করেন।মানা হয়নি নূন্যতম শারীরিক দূরত্ব। এসময় অধিকাংশ শ্রমিকের মুখেই মাস্ক পরা থাকতে দেখা যায়নি। এমন অবস্থায় প্রশাসনের ভূমিকা নিয়েও দেখা দিয়েছে প্রশ্ন।

এদিকে সম্প্রতি লকডাউনে বাস টার্মিনাল থেকে বাস সিলেট-ঢাকা বাস গাড়ির বিকল্প হিসেবে মাইক্রোবাস চালিয়ে শ্রমিক নেতাদের লাখ লাখ টাকা চাঁদা আদায়ের বিষয়টি আলোচনায় আসলে সাধারণ শ্রমিকদের মাঝে দেখা দিয়েছে ক্ষোভ। সিলেট জেলার বিভিন্ন উপজেলা এবং নগরীর ভিতরের অধিকাংশ শ্রমিক মানবেতর জীবনযাপন করলেও অর্জিত টাকার সুসম বণ্টন না করে মুষ্টিমেয় কয়েকজন শ্রমিক কিংবা নেতাদের ভাগবাটোয়ারার বিষয় নিয়েও চলছে চাপা ক্ষোভ। এমন অবস্থায় হঠাৎ নেতাদের শ্রমিক প্রীতির বিষয়টি নিয়েও আছে আলোচনা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com