বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ১২:৫৫ পূর্বাহ্ন

নির্বাচনী সহিংসতায় নিহত ফয়েজ উল্যাহর খুনিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ

আরিফুর রহমান স্বপন, লাকসাম (কুমিল্লা) : নির্বাচনী সহিংসতায় নিহত ফয়েজ উল্যাহর খুনিদের ফাঁসির দাবীতে শুক্রবার (১১ জানুয়ারি) বিকেলে বিক্ষোভ করেছে ১নং বাকই দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠন।

গত ৩০ ডিসেম্বর নির্বাচনী সহিংসতায় আহত ফয়েজ উল্যাহ টানা ১১দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

এর প্রতিবাদে আজ শুক্রবার বিকেলে ইউনিয়ন আওয়মীলীগের সাধারণ সম্পাদক আবুল বাশারের নেতৃত্বে উপজেলার অশ্বদীয়া বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় বিক্ষিপ্ত জনতা ফয়েজ উল্যাহর খুনিদের শাস্তির দাবি জানান।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল বাশার বলেন, আমারা বিনা কারনে কাউকে দোষারোপ বা হয়রানি করবোনা। চিহ্নিত অপরাধী খুনি নাছিরসহ ঘটনার সাথে জড়িত অন্যান্য খুনিদের ফাঁসি দাবি করে প্রশাসনকে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অপরাধীদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।

এসময় অন্যান্যদের মধ্যে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল কাশেম, আওয়ামীলীগ নেতা হেলাল মিয়া, ওয়াদুদ মিয়া, যুবলীগ সভাপতি সুশীল আচার্য, যুবলীগ নেতা আবুল মেম্বার, শাহ আলম, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ সেলিম মিয়া, ছাত্রলীগ সভাপতি শাহজান রনি, মেহেদী হাসানসহ বহু নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com