মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৩৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
পিঠা মেলাকে ঘিরে সানশাইন ক্যাম্পাসে নবীন-প্রবীন-নারী-শিশুর মিলনমেলা বাহুবলের মিরপুরে দি হোপ শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাহুবলের পুটিজুরীতে আলোর দিশারী শিক্ষাবৃত্তি পরীক্ষা সম্পন্ন নতুন আইজিপি বাহারুল আলম সড়কে বাকবিতণ্ডার জেরে সাবেক এমপির ‘ফাঁকা গুলি’, মারধর করে পুলিশে সোপর্দ আগাম নির্বাচনে ক্ষমতায় আসবে বিএনপি, কিন্তু… : আইসিজি বাহুবলে বহু কাঙ্খিত স্মার্ট কার্ড বিতরণের সিডিউল ঘোষণা বাহুবলে মা মেয়ে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি বাহুবলের বিশিষ্ট সাংবাদিক মাওলানা নূরুল আমিন-এর মাতৃ বিয়োগ বাহুবলে মরহুম মকসুদ আহমেদ লেবু’র স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

করোনায় সিলেটে ৩ জনের প্রাণহানি, শনাক্ত ১১৫

নিজস্ব প্রতিবেদক : মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসে আক্রান্ত আর মৃত্যুর সংখ্যা কিছুতেই যেন থামানো যাচ্ছে না। গত ২৪ ঘণ্টায় সিলেটে আরও ৩ জনের প্রাণ কেড়ে নিয়েছে ভাইরাসটি। সিলেট বিভাগে এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩২৪ জনে। আর একই সময়ে আরও ১১৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এসময় ১৮৫ জন ভাইরাসটি থেকে সুস্থ হয়ে উঠেছেন।

আজ শনিবার (২৪ এপ্রিল) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।

সর্বশেষ তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ৩ জন। এর মধ্যে ২ জন সিলেট ও ১ জন মৌলভীবাজার জেলার বাসিন্দা। এনিয়ে বিভাগে মৃত্যুবরণ করা মোট রোগীর সংখ্যা ৩২৪ জন। এর মধ্যে সিলেট জেলার ২৫৩ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৮ জন এবং মৌলভীবাজারের ২৭ জন।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় বিভাগে ১১৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। যার ফলে এনিয়ে সিলেট বিভাগে মোট ২০ হাজার ১৮৭ জনের শরীরে করোনা প্রমাণিত পাওয়া গেল। এর মধ্যে সিলেট জেলায় ১২ হাজার ৮৯৭ জন, সুনামগঞ্জে ২ হাজার ৭০৪ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ৩১৩ জন ও মৌলভীবাজারে ২ হাজার ২৭৩ জন ভাইরাসটিতে আক্রান্ত হন।

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে শনাক্ত হওয়া ১১৫ জন করোনা আক্রান্ত রোগীর ৭৬ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া সুনামগঞ্জে ২ জন, হবিগঞ্জে ২৮ জন ও মৌলভীবাজার জেলায় ৯ জন শনাক্ত হয়েছেন।

প্রতিবেদন মতে একইদিনে সিলেট বিভাগে নতুন করে আরও ১৮৫ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। যাদের মধ্যে ১৭৩ জন সিলেট জেলার বাসিন্দা ও মৌলভীবাজার জেলার ১২ জন। গেল ২৪ ঘণ্টার হিসেবসহ বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া মোট রোগীর সংখ্যা ১৮ হাজার ৩১৪ জনে দাঁড়ালো। যাদের মধ্যে সিলেট জেলায় ১১ হাজার ৮৭১ জন, সুনামগঞ্জে ২ হাজার ৫৮৫ জন, হবিগঞ্জ জেলায় ১ হাজার ৭৭০ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৮৮ জন।

প্রতিবেদনে বলা হয় সিলেটের চার জেলা মিলে ২৯১ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। যাদের ২৬৮ জনই সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জে ৫ জন, হবিগঞ্জে ১৩ জন ও ৫ জন মৌলভীবাজারে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া গত চব্বিশ ঘণ্টায় সিলেট বিভাগে ১৫৯ জনকে নতুন করে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com