শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০১:০৫ পূর্বাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ক্ষুদ্র-নৃ জন গোষ্টির শিশুদের মাঝে তাদের নিজেস্ব ভাষার রচিত পাঠ্যবই বিতরণ করা হয়েছে।
বুধবার (২৬ মে) সকালে উপজেলার বিদ্যাবিল চা বাগানের একটি বিদ্যালয়ে এ বই বিতরণী অনুষ্টান অনুষ্ঠিত হয়।
জনপ্রশাসন মন্ত্রনালয়ের যুগ্মসচিব মো. আবুল হাসনাত হুমায়ূন কবীর মাতৃভাষা পরিদর্শন করতে এসে ক্ষুদ্র নৃ-জন গোষ্টীর কোমলমতি শিশুদের মাঝে বই বিতরণ করেন। বই বিতরণী অনুষ্টানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম।
এছাড়াও জনপ্রশাসন মন্ত্রনালয়ের সচিবের সঙ্গে ছিলেন জন প্রশাসনের এসাইনমেন্ট অফিসার মো. মোস্তফা শাওন। এছাড়াও অনুষ্টানে ক্ষুদ্র নৃ জন গোষ্টীর শিশুদের শিক্ষক, শিক্ষিকা ও অবিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় ক্ষুদ্র নৃ- গোষ্টির শিশু শিক্ষার্থীরা নিজের ভাষায় রচিত বই পেয়ে অনন্দিত হয়। অভিবাবকরাও তাদের ভাষাকে যথাযথ মূল্যায়ন করে বই প্রকাশ করায় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।