রবিবার, ২১ জুলাই ২০২৪, ০১:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বৃহস্পতিবার সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা চট্টগ্রামে ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে নিহত ৩ কলম্বিয়াকে হারিয়ে দ্বিতীয়বার কোপা আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বাহুবলে স্মার্ট এনআইডি কার্ড বিতরণের জন্য জনবল নিয়োগ বিজ্ঞপ্তি বাহুবলে দুই মাস ধরে নিখোঁজ রবিউলের সন্ধান চায় পরিবার যে কারণে ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি দেয় সোহাগ ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকিদাতা গ্রেপ্তার পিএসসির প্রশ্নফাঁস: দায় স্বীকার করে ৭ জনের জবানবন্দি, ১০ জন কারাগারে দেশের সম্পদ বেচে মুজিবের মেয়ে ক্ষমতায় আসে না: প্রধানমন্ত্রী ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি, প্রতিবাদে বাহুবলে মানববন্ধন

স্বপ্নের দেশে যাওয়ার হলোনা বাপ্পু’র

বাপ্পু রায়। ফাইল ছবি

নবীগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা : স্বপ্নের দেশ গ্রীসে যাওয়া হলোনা নবীগঞ্জের ইনাতগঞ্জের বাপ্পু রায়ের (২২)। দীর্ঘদিনের আশা বুকে ধরে ইরান থেকে নদী পথে ইউরোপের দেশ গ্রীসে যাওয়ার উদ্দেশ্যে স্পীডবোটে উঠার সময় অসাবধানতাবশত বোটের মেশিনে পড়ে গলা কর্তন হয়ে নদীর পানি রক্তে রাঙ্গিয়ে স্বপ্ন ভাসিয়ে চিরদিনের মতো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় তরতাজা যুবক বাপ্পু। তার এই নিষ্ঠুর বিদায়ে ইনাতগঞ্জের মধ্যসামত গ্রামে নেমে আসে শোকের ছায়া।

নিহত বাপ্পু রায় উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসামত  গ্রামের মৃত বন রায়ের পুত্র।

পারিবারিক সূত্রে জানা যায়, দুই মাস পূর্বে ভিসা নিয়ে ওমানে থাকা দুই ভাইয়ের কাছে পাড়ি জমায় উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসামত গ্রামের মৃত বন রায়ের পুত্র বাপ্পু রায়। ওমান থেকে জানুয়ারি মাসে দালালের মাধ্যমে গ্রীস যাওয়ার উদ্দেশ্যে ইরানে পৌঁছায় বাপ্পু রায়।

ইরান থেকে ১০ জানুয়ারি বৃহস্পতিবার গ্রীস যাওয়ার উদ্দেশ্যে স্পীডবোটে উঠার সময় অসাবধানতা বশত বাপ্পু স্পীডবোটের মেশিনে পড়ে বাপ্পু রায়(২২) গলা কেটে মৃত্যু হয়। পরে ইরানের স্থানীয় পুলিশ বাপ্পুর রায়ের লাশ উদ্ধার করে।বর্তমানে স্থানীয় একটি হাসপাতালে লাশ রাখা হয়েছে। মৃত্যুর খবর বাপ্পুর পরিবারের পৌঁছালে কান্নায় ভেঙ্গে পড়েন দেশে থাকা তার মা ভাইসহ আত্মীয়স্বজন।

মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন বাপ্পু রায়ের চাচাতো ভাই রজত রায়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com