শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে বংশ বিস্তার করে চলেছে বেগুনি কালিম পাখি

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে আবারও ডিম থেকে বাচ্চা ফুটাতে শুরু করেছে কালিম পাখি। কিছুদিন আগে একে একে পাঁচটি কালিম ডিম পাড়া সম্পন্ন করেছে। এরপর ডিমে মা কালিম পাখি তা দিতে থাকে।

প্রায় বিশ দিন পর বুধবার সকালে একটি কালিম পাখির ডিম ফোটে বেরিয়ে আসে ফুটফুটে বাচ্চা। কলিমের সদ্য ফোটা বাচ্চার শরীরের রং কলো । পা গুলো লম্বা লম্বা। পায়ের রং সাদা। আস্তে আস্তে বাচ্চাটি বেগুনী রং ধারণ করবে। মা কালিমের আশপাশে বাচ্চাটি লম্প জম্প করতে দেখা গেছে।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান, এর আগেও ওই পাখিটি চার বছরে চারবার ডিম থেকে বাচ্চা ফুটিয়েছে। কালিমের ডিমের আকার অনেকটা রাজহাসের ডিমের মতো হয়। জলাভূমির পাখি কালিম, এটি উভচর পাখি।

সজলদেব আরও জনান, সবগুলো ডিম থেকে বাচ্চা ফুটা শেষ হলে, বাচ্চাগুলো একটু বড় ও উড়তে শিখলে অবমুক্ত করা হবে হাওড় এলাকার জলাশয়ে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com