শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১০:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

শ্রীমঙ্গলে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় কিছু অংশ লকডাউন ঘোষনা

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : শ্রীমঙ্গলে হঠাৎ করে আবার করোনাভাইরাস বৃদ্ধি পাওয়ায়, শহরতলীর সুইনগইড় সিন্দুরখান রোড এলাকার কিছু অংশ লকডাউন ঘোষনা করেছে প্রশাসন। লকডাউন জারিকৃত এলাকায় ১৮জন করোনা আক্রান্ত রোগী অবস্থান করছিলেন।

বুধবার মধ্যরাতে ঐ এলাকায় করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দোকানপাট অনির্দিষ্ট সময়ের জন্য লকডাউন করে দেওয়া হয়। এসময় এলাকার জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে সতর্কতার সাথে চলাচল করতে বলা হয়। জরুরী প্রয়োজন না হলে ঘর থেকে বের না হতে পরামর্শ দেন প্রশাসনের কর্মকর্তারা।

গেল ২৯ মে চাাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে ৩৪ জনের একটি ভ্রাম্মমাণ ক্ষুদ্র ব্যবসায়ীর দল শ্রীমঙ্গলে আসে। এদের নমুনা পরিক্ষা করে ১২ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়। একি দিনে স্থানীয় আরো ২ জনের করোনা পজেটিভ রিপোর্ট আসে। এই চৌদ্দ জন সহ বর্তমানে সুইনগইড় সিন্দুরখান রোডে করোনা আক্রান্ত ১৮ জন রোগী অবস্থান করছেন। সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য প্রশাসন সে এলাকা সিন্দুরখান রোডের এলাহী জামে মসজিদ এর সামন হতে ইকরা মাদ্রাসা পর্যন্ত লকডাউন করে দেয় ।

সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট নেছার উদ্দীন লকডাউন ঘোষনা করেন। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী সহ শ্রীমঙ্গল থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com