শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৮:০০ অপরাহ্ন
তরফ নিউজ ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ দল। জেতার মতো ফুটবল খেলতে পারেনি জেমি ডের দল। বিবর্ণ ফুটবলেও বাংলাদেশ ১ পয়েন্ট পেয়েছে আফগানদের গোল মিসের মহড়ায়। বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের ষষ্ঠ ম্যাচে আফগানিস্তানের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার কাতারের দোহায় আমিরুদ্দিন শরিফীর গোলে আফগানিস্তান এগিয়ে গেলেও তপু বর্মণের গোলে সমতা ফেরায় বাংলাদেশ। ৬ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে এখনো ‘ই’ গ্রুপের তলানীতেই রয়েছেন জামাল ভূঁইয়ারা।
গোলশূন্য প্রথমার্ধের পর ৪৭ মিনিটে আমিরুদ্দিন শরিফীর গোলে এগিয়ে যায় আফগানিস্তান। ৮৪তম মিনিটে তপু বর্মণের গোলে সমতায় ফেরে বাংলাদেশ। মোহাম্মদ রাফির ব্যাক হেড বুক দিয়ে নামিয়ে দারুণ এক প্লেসিং শটে বল জালে জড়ান সেন্টারব্যাক তপু।
পুরো ম্যাচে রক্ষণাত্মক কৌশলে খেলা বাংলাদেশের অর্ধেই খেলা হয়েছে বেশি।
বলের দখলে তাই পিছিয়ে ছিল বাংলাদেশ। লাল-সবুজদের পায়ে বল ছিল মাত্র ৩৬ শতাংশ। ৬৪ শতাংশ বলের দখল রেখে পুরো ম্যাচে ১২টি শট নিয়েছে আফগানিস্তান। বাংলাদেশের শট ৬টি। বাংলাদেশ গোলরক্ষক আনিসুর রহমান জিকো সেভ করেছেন একাধিক গোল।
বিরতির পর ৫ ফুটবলার বদল করেন বাংলাদেশ কোচ জেমি ডে। মাঠে নামেন আবদুল্লাহ, জুয়েল রানা,মানিক মোল্লা, মেহেদী হাসান রয়েল ও রিমন হোসেন। এরপরই মাঠে আধিপত্য ফেরে বাংলাদেশের। শেষ ১৫ মিনিট দাপট ছিল বেঙ্গল টাইগার্সদের। মতিন মিয়া, আবদুল্লাহরা আতঙ্ক ছড়ান আফগান অর্ধে। তবে পাননি সাফল্যের দেখা। আগামী সোমবার বিশ্বকাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে বাংলাদেশের সপ্তম ম্যাচ। এরপর ১৫ই জুন ওমানের বিপক্ষে শেষ ম্যাচে মাঠে নামবে লাল-সবুজরা।
২০২২ কাতার বিশ্বকাপ বাছাইয়ে ৬ ম্যাচে ৪ হার বাংলাদেশের। ভারতের বিপক্ষে ড্রয়ের পর আফগানদের রুখে দিয়ে দ্বিতীয় পয়েন্টের দেখা পেল লাল-সবুজরা।