মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ০৫:৩৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলের বিশিষ্ট সাংবাদিক মাওলানা নূরুল আমিন-এর মাতৃ বিয়োগ বাহুবলে মরহুম মকসুদ আহমেদ লেবু’র স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত কবরস্থান নিয়ে বিরোধ; হামলার ঘটনায় এক ব্যক্তি নিহত মিরপুর দি হোপ স্কুলে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক সেমিনার গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন ড. ইউনূস ধান ক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার জমি নিয়ে বিরোধ; দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত দোকান বাকীর টাকা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ : বৃদ্ধ নিহত হবিগঞ্জে হত্যা মামলা, আ.লীগ সভাপতিসহ ২শ জন আসামি গ্র্যান্ড সুলতান রিসোর্টে শামীম ওসমান লুকিয়ে থাকার গুঞ্জন, তাল্লাশি শেষে যা বলছে পুলিশ

শ্রীমঙ্গলে চা দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নানা আয়োজনে প্রথম জাতীয় চা দিবস উদযাপন করা হয়েছে ৷ মুজিব বর্ষের অঙ্গীকার, চা–শিল্পের প্রসার’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার ৫জুন দেশে প্রথমবারের মতো পালিত হয়েছে জাতীয় চা দিবস। ১৯৫৭ সালের ৪ জুন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চা বোর্ডের প্রথম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। তাই দিনটিকে স্বরনীয় করে রাখতে জাতীয় ভাবে বাণিজ্য মন্ত্রনালয়ের উদ্যোগে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এরই ধারাবাহিতায় শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের আয়োজনে ক্লাবের হল রুমে শুক্রবার রাতে উদযাপন করা হয় বাংলাদেশের প্রথম চা দিবস ৷ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সার্কেলের সদ্য নিয়োগ প্রাপ্ত সহকারি পুলিশ সুপার শহীদুল হক ভূইঞা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা বোর্ডের পরিচালক মোহাম্মদ আলী, বিটোনারী কর্মকর্তা মো: আব্দুল আজিজ, বীর মুক্তিযোদ্ধা ছমরু মিয়া, প্রধান শিক্ষক সমিতির সভাপতি ও চা নিলাম কেন্দ্রের সেক্রেটারী জহর তরফদার প্রমুখ ৷

অনুষ্ঠানে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন, সিনিয়র সহ-সভাপতি শামীম আক্তার হোসেন ৷

অনুষ্ঠানের শুরুতে একে একে সাংবাদিকরা নিজেদের পরিচয় দেন ৷ এবং সদ্য নিয়োগ প্রাপ্ত সহকারি পুলিশ সুপার শহীদুল হক ভূইঞাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ৷

প্রধান অতিথী তাঁর বক্তব্যে বলেন, আমরা একে অপরের সহযোগী ৷ চায়ের রাজধানী ও পর্যটন নগরী শ্রীমঙ্গলের সৌন্দর্য বর্ধন ও আইন শৃঙ্খলা রক্ষা করতে আপনাদের সঠিক তথ্য আমাদেরকে সহযোগীতা করবে ৷

এদিকে দিবসটিকে ঘিরে সকালে শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ চা গবেষনা কেন্দ্র (বিটিআরআই) থেকে ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত মূল অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নেন কর্মকর্তা ও চা বাাগনের মালিকরা। অপরদিকে দেশের ১৬৭টি চা বাগানের সাত লক্ষাধিক চা জনগোষ্ঠীর একমাত্র সংগঠন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির প্রধান কার্যালয় শ্রীমঙ্গল লেবার হাউসে দিবসটির প্রতিপাদ্য বিষয় ও চা শ্রমিকদের নানা দাবী দাওয়া নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক রাম ভজন কৈরীর সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা, চা শ্রমিক নেতা পরেশ কালেন্দি, দেবেন্দ্র বাড়াইক, কর্ণ তাতি প্রমূখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com