শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ০৬:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলের বিশিষ্ট সাংবাদিক মাওলানা নূরুল আমিন-এর মাতৃ বিয়োগ বাহুবলে মরহুম মকসুদ আহমেদ লেবু’র স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত কবরস্থান নিয়ে বিরোধ; হামলার ঘটনায় এক ব্যক্তি নিহত মিরপুর দি হোপ স্কুলে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক সেমিনার গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন ড. ইউনূস ধান ক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার জমি নিয়ে বিরোধ; দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত দোকান বাকীর টাকা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ : বৃদ্ধ নিহত হবিগঞ্জে হত্যা মামলা, আ.লীগ সভাপতিসহ ২শ জন আসামি গ্র্যান্ড সুলতান রিসোর্টে শামীম ওসমান লুকিয়ে থাকার গুঞ্জন, তাল্লাশি শেষে যা বলছে পুলিশ

বাংলাদেশ-ভারত মহারণ : মানিক মোল্লাকে নিয়েই বাংলাদেশের একাদশ

তরফ স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে পিছিয়ে পড়া ম্যাচে ড্র করেছে বাংলাদেশ। সোহেল রানার বদলী হিসেবে নেমে ড্র’তে দারুন ভুমিকা রাখেন ডিফেন্ডার মানিক হোসেন মোল্লা। তাকে মূল একাদশে রেখেই ভারত ম্যাচে দল সাজিয়েছেন জেমি ডে।

বাংলাদেশ সময় রাত ৮টায় দোহার জসিম বিন হামাদ স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ভারতের বিপক্ষে খেলতে নামবেন জামাল ভূঁইয়ারা। প্রথম লেগে কলকাতার যুব ভারতী স্টেডিয়ামে জিততে জিততে ভারতের সঙ্গে ড্র করেছিল বাংলাদেশ। ওই ম্যাচের ২৭ মিনিটে সাদউদ্দিনের গোলে লীড পায় লাল-সবুজের প্রতিনিধিরা। ম্যাচের ৮৭ মিনিটে আদিল খানের গোলে সমতায় ফেরে ভারত।
কাতারের দোহায় ফিরতি লেগে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে ৫৮ মিনিটের সময় চোট পেয়ে মাঠ ছাড়েন সোহেল রানা। তার বদলে মানিক মোল্লা নামার পর মাঝমাঠে গতি বাড়ে লাল সবুজ জার্সিধারীদের।

এমনকি তপু বর্মনের যে গোলটি দিয়ে সমতায় ফেরে বাংলাদেশ দল, সেই বলটি ডি বক্সের মধ্যে বাড়িয়েছিলেন এই ডিফেন্ডারই।

চোটের কারণে সোহেল রানা ছিটকে পড়েছেন। তাকে দেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট।

এদিকে ধারে ভারে এগিয়ে থাকলেও বাংলাদেশকে বেশ সমীহের চোখে দেখছে ভারত। দেশটির ক্রোয়েশিনা কোচ ইগর স্টিমাচ বলেন , ‘বাংলাদেশ এমন একটা দল, যারা সবসময় মাঠে বিপক্ষকে বিরক্ত করে। গতবার কলকাতায় খেলার সময় এই অভিজ্ঞতা হয়েছিল। ওরা জেতার পরিস্থিতি তৈরি করতে না পারলে বিপক্ষকে বিভিন্নভাবে আটকে রাখার চেষ্টা করবে। আমার দেখা অন্যতম কঠিন দল। লড়াই করার প্রচন্ড তাগিদ আছে। তাই আমাদের সাবধান হতেই হবে।’

বাংলাদেশ একাদশ :
আনিসুর রহমান জিকো (গোলরক্ষক), তপু বর্মণ, রহমত মিয়া, রিয়াদুল ইসলাম রাফি, তারিক কাজী, জামাল ভূঁইয়া, মাশুক মিয়া জনি, মানিক মোল্লা, রাকিব হোসেন, বিপলু আহমেদ, মতিন মিয়া।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com