সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ০৯:৪১ পূর্বাহ্ন
তরফ স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে পিছিয়ে পড়া ম্যাচে ড্র করেছে বাংলাদেশ। সোহেল রানার বদলী হিসেবে নেমে ড্র’তে দারুন ভুমিকা রাখেন ডিফেন্ডার মানিক হোসেন মোল্লা। তাকে মূল একাদশে রেখেই ভারত ম্যাচে দল সাজিয়েছেন জেমি ডে।
বাংলাদেশ সময় রাত ৮টায় দোহার জসিম বিন হামাদ স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ভারতের বিপক্ষে খেলতে নামবেন জামাল ভূঁইয়ারা। প্রথম লেগে কলকাতার যুব ভারতী স্টেডিয়ামে জিততে জিততে ভারতের সঙ্গে ড্র করেছিল বাংলাদেশ। ওই ম্যাচের ২৭ মিনিটে সাদউদ্দিনের গোলে লীড পায় লাল-সবুজের প্রতিনিধিরা। ম্যাচের ৮৭ মিনিটে আদিল খানের গোলে সমতায় ফেরে ভারত।
কাতারের দোহায় ফিরতি লেগে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে ৫৮ মিনিটের সময় চোট পেয়ে মাঠ ছাড়েন সোহেল রানা। তার বদলে মানিক মোল্লা নামার পর মাঝমাঠে গতি বাড়ে লাল সবুজ জার্সিধারীদের।
চোটের কারণে সোহেল রানা ছিটকে পড়েছেন। তাকে দেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট।
এদিকে ধারে ভারে এগিয়ে থাকলেও বাংলাদেশকে বেশ সমীহের চোখে দেখছে ভারত। দেশটির ক্রোয়েশিনা কোচ ইগর স্টিমাচ বলেন , ‘বাংলাদেশ এমন একটা দল, যারা সবসময় মাঠে বিপক্ষকে বিরক্ত করে। গতবার কলকাতায় খেলার সময় এই অভিজ্ঞতা হয়েছিল। ওরা জেতার পরিস্থিতি তৈরি করতে না পারলে বিপক্ষকে বিভিন্নভাবে আটকে রাখার চেষ্টা করবে। আমার দেখা অন্যতম কঠিন দল। লড়াই করার প্রচন্ড তাগিদ আছে। তাই আমাদের সাবধান হতেই হবে।’
বাংলাদেশ একাদশ :
আনিসুর রহমান জিকো (গোলরক্ষক), তপু বর্মণ, রহমত মিয়া, রিয়াদুল ইসলাম রাফি, তারিক কাজী, জামাল ভূঁইয়া, মাশুক মিয়া জনি, মানিক মোল্লা, রাকিব হোসেন, বিপলু আহমেদ, মতিন মিয়া।