শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:১৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : কুলাউড়া উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজা কার্যালয়ের বাজার তদারকি ও অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে চারটি প্রতিষ্টনকে জরিমানা করা হয়েছে। ভোক্তার অভিযানে ৪টি প্রতিষ্টানকে সাত হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার (৭ জুন ) ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর মৌলভীবাজা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিনের নেতৃত্বে ও আর্ম ব্যাটালিয়ন পুলিশের একটি টিমের সহায়তায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে কোলাউড়া উপজেলার কালোটি চা বাগান রোডের একটি ফার্মেসীকে দুই হাজার টাকা, গাজিপুর বাজারের ঋতু ফার্মেসীকে এক হাজার ৫০০ টাকা, তুষার ষ্টোকে ৫০০ টাকা ও কোলাউড়া রোডে অসস্থিত আল আমনি ষ্টোরকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। বাজার মনিটরিংয়ের পাশাপাশি করোনা সচেতনতায় প্রচারণা ও পথচারিদের মাঝে মাস্ক বিতরণ করে ভোক্তা অধিকার সংরক্ষ অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয়।