বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৫ পূর্বাহ্ন

করোনা শনাক্ত আবার দুই হাজার ছাড়াল, মৃত্যু বেড়ে ৪৪

তরফ নিউজ ডেস্ক : দেশে একদিনে করোনা রোগী শনাক্ত আবার দুই হাজার ছাড়িয়েছে। এক মাসের বেশি সময় পর শনাক্ত ২৪ ঘণ্টায় ২ হাজার ৩২২ জনে দাঁড়িয়েছে। সেই সঙ্গে বেড়েছে করোনার মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৪৪ জন। করোনায় একদিনে মৃত্যুও এক মাসের মধ্যে সবচেয়ে বেশি। এর আগে গত ৯ই মে অ ৫৬ জনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। গত ২৪ ঘণ্টায় পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হারও বেড়েছে। নতুন ২ হাজার ৩২২ জনকে নিয়ে সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ৮ লাখ ১৫ হাজার ২৮২ জন।

এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ১২ হাজার ৯১৩ জনে। ২৪ ঘণ্টায় ২০৬২ জন এবং এখন পর্যন্ত ৭ লাখ ৫৫ হাজার ৩০২ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরো জানানো হয়, ৫১০ টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৫৫৬টি নমুনা সংগ্রহ এবং ১৯ হাজার ১৬৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৬০ লাখ ৮৬ হাজার ২০৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
২৪ ঘণ্টায় শনাক্তের হার ১২ দশমিক ১২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৬৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৮ শতাংশ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com