শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:৪৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

বাহুবলে মাত্র দেড় ঘন্টায় নামজারি সম্পন্ন করলো ভুমি অফিস

নিজস্ব প্রতিবেদক: বাহুবলে ভূমি সেবা সপ্তাহের ৫ম দিনে তাৎক্ষণিক সেবা কার্যক্রমের আওতায় দেড় ঘন্টার মধ্যেই ভূমি মালিককে খতিয়ান প্রদান করে অনন্য দৃষ্টান্ত স্হাপন করেছে বাহুবল উপজেলা ভূমি অফিস। সেবা প্রাপ্ত হলেন মোঃ শামছুদ্দিন।

তাৎক্ষণিক সেবা গ্রহণকারী এম শামছুদ্দিন জানান, তিনি ভূমি সেবা সপ্তাহের ৫ম দিন বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে বাহুবল উপজেলা ভূমি অফিসের আপন ঘরের সেবাডেক্সে বিহারীপুর মৌজার একখণ্ড ভুমি নামজারীর জন্য ই-নামজারী আবেদন করেন। উপজেলা সহকারী কমিশনার ভূমি খৃষ্টফার হিমেল রিছিল এর নৈপুন্যতায় অফিস স্টাফদের সহযোগিতায় বিকেল ২ টায় নামজারী সম্পন্ন করে খতিয়ান ও ডিসিআর হস্তান্তর করা হয়েছে।

এ তাৎক্ষণিক সেবা প্রদান সম্পর্কে সহকারী কমিশনার ভূমি খৃষ্টফার হিমেল রিছিল জানান, ভূমি সেবা সপ্তাহে আমাদের প্রতিশ্রুতি ছিল ভূমি মালিকদের তাৎক্ষনিক সেবা প্রদান করা। এ প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পেরে নিজেদের ধন্য মনে করছি। খতিয়ান হস্তান্তরকালে উপস্হিত ছিলেন উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী মানিক চন্দ্র কর, নাজীর মোঃ শফিকুল ইসলাম, ভূমি অফিসের কম্পিউটার অপারেটর মোঃ শামীম আহমেদ প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com