শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ১১:২৭ অপরাহ্ন

গুলশানের ক্লাবে ভাঙচুরের অভিযোগ পরীমনির বিরুদ্ধে

তরফ নিউজ ডেস্ক : রাজধানীর গুলশানের একটি ক্লাবে ভাঙচুর চালিয়েছেন চিত্র নায়িকা পরীমনি। গত ৮ই জুন দিবাগত রাতে গুলশানের ১৩৭ নম্বর রোডে অল কমিউনিটি ক্লাব লিমিটেডে এই ঘটনা ঘটে। জানা গেছে, গত ৮ই জুন দিবাগত রাতে বোট ক্লাবে যাওয়ার আগে অল কমিউনিটি ক্লাব লিমিটেডে যান এই অভিনেত্রী। এ সময় মদ কেনা নিয়ে উত্তেজিত হন এই নায়িকা। ক্লাবে থাকা বেশ কয়েকজন বার-কর্মীকে মারধর করেন তিনি। এ বিষয়ে গুলশান বিভাগের পুলিশের উপ-কমিশনার সুদীপ কুমার ভট্টাচার্য বলেন, ৮ই জুন দিবাগত রাতে অল কমিউনিটি ক্লাব থেকে ৯৯৯ এ ফোন দেয়া হয়। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। তবে এ ঘটনায় কোন মামলা বা জিডি হয়নি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com