শনিবার, ০৪ মে ২০২৪, ০৯:৫৪ অপরাহ্ন

বাহুবলে গৃহহীনের মাঝে ঘর প্রদান কার্যক্রমের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবল উপজেলার ভূমি ও গৃহহীনের জমি ও ঘর প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২০ জুন) সকাল সাড়ে ১১ টায় মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে শুভ উদ্বোধন করেন।

এর আগে বাহুবল উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদারের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশিষ কর্মকারের পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বক্তব্যে রাখেন, উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) খৃষ্টফার হিমেল রিছিল, মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াছমিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই, সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ কুটি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ডা. আবুল হোসেন, ডেপুটি কমান্ডার মোঃ নূর মিয়া, বাহুবল মডেল প্রেস ক্লাবের নূরুল ইসলাম নূর, ইউপি চেয়ারম্যান ফেরদৌস আলম, সাইফুদ্দিন লিয়াকত, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এম. রশীদ আহমেদ, উপজেলা কৃষি অফিসার আব্দুল আউয়াল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হোসেন শাহ প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে বাহুবল উপজেলা প্রশাসনের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী, আওয়ামী লীগের ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ উপকার ভোগী পরিবারগুলো উপস্থিত ছিলেন।

উলে­খ্য, বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের মির্জাটুলা গ্রামে স্থাপিত ২য় পর্যায়ে ৬০টি পরিবার জমি ও গৃহ পাচ্ছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com