সোমবার, ২১ অক্টোবর ২০২৪, ০৮:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলের বিশিষ্ট সাংবাদিক মাওলানা নূরুল আমিন-এর মাতৃ বিয়োগ বাহুবলে মরহুম মকসুদ আহমেদ লেবু’র স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত কবরস্থান নিয়ে বিরোধ; হামলার ঘটনায় এক ব্যক্তি নিহত মিরপুর দি হোপ স্কুলে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক সেমিনার গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন ড. ইউনূস ধান ক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার জমি নিয়ে বিরোধ; দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত দোকান বাকীর টাকা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ : বৃদ্ধ নিহত হবিগঞ্জে হত্যা মামলা, আ.লীগ সভাপতিসহ ২শ জন আসামি গ্র্যান্ড সুলতান রিসোর্টে শামীম ওসমান লুকিয়ে থাকার গুঞ্জন, তাল্লাশি শেষে যা বলছে পুলিশ

স্বাধীনতার ৫০ বছর পরও শহীদের স্বীকৃতি পাননি মুক্তিযোদ্ধা গোপাল

ফাইল ছবি।

দিদার এলাহী সাজু, নিজস্ব প্রতিবেদক: স্বাধীনতার প্রায় ৫০ বছর পরও রাস্ট্রীয় স্বীকৃতি পেলেন না বাহুবলের শহীদ মুক্তিযোদ্ধা গোপাল চন্দ্র দেব। একটুখানি স্বীকৃতির আশায় স্বজনরা সংশ্লিষ্টদের দ্বারে দ্বারে ঘুরলেও যুগের পর যুগ শুনানো হচ্ছে শুধুই আশ্বাসের বাণী৷

জানা যায়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে ১৯৭১ সালের ১লা মে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন বাহুবল উপজেলার লামাতাসী ইউনিয়নের মুদাহারবাদ গ্রামের বাসিন্দা নগেন্দ্র চন্দ্র দেবের পুত্র গোপাল চন্দ্র দেব।

প্রথমে তিনি অন্যান্য সঙ্গীদের সাথে যোগদেন ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই টাউন এলাকার অম্মা শ্রীগর ট্রেনিং ক্যাম্পে। পরে মেজর জেনারেল শফি উল্লার নেতৃত্বাধীন ৩নং সেক্টরের চুনারুঘাট-কালেঙ্গার সম্মুখ যুদ্ধে পাক হানাদারদের গুলিতে নিহত হন। এ সময় তার গ্রুফ কমান্ডার ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান।

কিন্তু লালমুক্তি বার্তায় (ক্রমিক নং-৫০৩০৮০০১৯) তার নাম শহীদ মুক্তিযোদ্ধা হিসেবে উল্লেখ থাকলেও অজ্ঞাত কারণে মুক্তিযোদ্ধাদের ভারতীয় তালিকা ( বই নং-১২, ক্রমিক নং- ২৬২০৪) ও বেসামরিক গেজেটে ( নং-৩৮৬, পৃষ্টা নং- ৮২৩৫, তাং- ০৪/১২/২০০৪ইং) ‘শহীদ’ শব্দটি যুক্ত হয়নি।

এ বিষয়ে তার স্বজনরা যুগ যুগ ধরে সংশ্লিষ্টদের দ্বারে দ্বারে ঘুরেও কোন সুফল পাননি। শহীদ মুক্তিযোদ্ধা গোপাল চন্দ্র দেবের ছোট ভাই ক্ষিতেন্দ্র চন্দ্র দেব জানান, গেজেট সংশোধনের জন্য তিনি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে আবেদন করছেন। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হলেও কোন অগ্রগতি হচ্ছে না। এ ব্যাপারে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগীতা কামনা করছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com