মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৩:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

লাকসামে টেকসই ও রুপান্তরমূখী উন্নয়ন পরিকল্পনা কর্মশালা

আরিফুর রহমান স্বপন, কুমিল্লা: কুমিল্লার লাকসামে টেকসই ও রুপান্তরমূখী উন্নয়ন পরিকল্পনা কর্মশালার চারদিন ব‍্যাপী অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

লাকসাম এপি-ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে চারদিন ব‍্যাপী ওই কর্মশালার সমাপনী অনুষ্ঠানে লাকসাম এপির ম‍্যানেজার শ‍্যামল ফ্রান্সিস রোজারিওর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) একেএম সাইফুল আলম।

অনুষ্ঠানে অন‍্যান‍্যদের মধ‍্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম হিল এপিসি ম‍্যনেজার স্টিফেন হালদার রুবেন, রাজশাহী এপিসি ম‍্যানেজার সেভাস্টিয়ান, রাজশাহী গোড়াগাদি এপি ম‍্যানেজার লাভলু খান, প্রোগ্রাম কোয়ালিটি রাকিব হোসেন, জাহিদুল ইসলাম, কামরুল হাসান, কমিউনিটি একজাস্টমেন্ট সত‍্যগ্রত বিশ্বাস, ফিল্ড এডভোকেসি রেজাউল করিম, ফিল্ড এক্সপিরায়ান্স হিল এপিসি আবদুল আজীজ, ড. মাহমুদুল হক, দেবাশীষ আর্চায‍্য, ইফতেখার উদ্দিন আহমেদ, প্রোগ্রাম অফিসার লাকি গোমেজ, লীজা হালদার, সুব্রত মল্লিক, মহসীন খান, মানিক লাল সরকার, সুমন জোসেফ রোজারিও, ১ নম্বর ওয়ার্ড ভিডিসি সভাপতি জাহাঙ্গীর আলম, রেনেশাঁ ওয়েলফেয়ার প্রতিনিধি শাহাবুদ্দিন তুহিন।

এছাড়াও সরকারি বেসরকারি কর্মকর্তা, বিভিন্ন এনজিও, ভিডিসি সদস‍্য ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ওই কর্মশালায় এলাকার উন্নয়নে আগামী তিন বছরের জন্য একটি টেকসই ও রুপান্তরমূখী উন্নয়ন পরিকল্পনা গ্রহন করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com