শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৮:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বৃহস্পতিবার সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা চট্টগ্রামে ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে নিহত ৩ কলম্বিয়াকে হারিয়ে দ্বিতীয়বার কোপা আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বাহুবলে স্মার্ট এনআইডি কার্ড বিতরণের জন্য জনবল নিয়োগ বিজ্ঞপ্তি বাহুবলে দুই মাস ধরে নিখোঁজ রবিউলের সন্ধান চায় পরিবার যে কারণে ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি দেয় সোহাগ ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকিদাতা গ্রেপ্তার পিএসসির প্রশ্নফাঁস: দায় স্বীকার করে ৭ জনের জবানবন্দি, ১০ জন কারাগারে দেশের সম্পদ বেচে মুজিবের মেয়ে ক্ষমতায় আসে না: প্রধানমন্ত্রী ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি, প্রতিবাদে বাহুবলে মানববন্ধন

মৌলভীবাজারে স্বাস্থ্যবিধি অমান্য করায় ১৮৯ ব্যক্তিকে অর্থদন্ড

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারে করোনাভইরাস বিস্তার রোধে জেলা প্রশাসনের ভ্রাম্মমাণ আদালত পরিচালনায় ১৮৯ ব্যক্তিকে অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী ম্যাজিস্ট্রেটগণ।

শনিবার (২৬ জুন) জেলা প্রশাসক জেলা বিজ্ঞ মেজিস্ট্রেট মীর নাহিদ আহসানের নির্দেশে করোনাভাইরাসের গতি রোধে অভিযান পরিচালিত হয়। জেলার বেশ কয়েকটি পয়েণ্টে সচেতনতামূলক প্রচারণা ও ভ্রাম্মমাণ আদালত পরিচালিত হয়।

এছাড়াও বিভিন্ন উপজেলায় ভ্রাম্মমাণ আদালত পরিচালিত হয়েছে। সকাল ১১ টা থেকে দুপুর ২টা পর্যন্ত একটানা অভিযান চালিয়ে বিভিন্ন স্থানে স্বাস্থ্যবিধি অমান্যের অপরাধে ১৮৯ ব্যক্তিকে ৪৪ হাজার ৭শ ৪৫ টাকা অর্থদন্ড দেওয়া হয়।

জেলা প্রশাসক মীর নাহিদ আহসান জানান, একযোগে মৌলভীবাজার জেলার সকল উপজেলার বিভিন্ন স্থানে স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসা পরিচালনা, বাহিরে অবস্থান ও গণপরিবহনে চলাচল করায় দ-বিধি, ১৮৬০ এর ২৬৯ ধারা ও সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ২৫ ধারামতে ১৮৯ জন ব্যক্তিকে ৪৪ হাজার ৭শ ৪৫ টাকা অর্থদন্ড প্রদান ও আদায় করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com