বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮:২৭ পূর্বাহ্ন

মৌলভীবাজারে করোনা প্রতিরোধ কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারে করোনা প্রতিরোধ জেলা কমিটির বিশেষ সভা অনুষ্টিত হয়েছে। রোববার (২৭ জুন) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনাভাইরাসের উর্দ্বমূখী পরিস্থিতি বিবেচনায় করোনাভাইসাস সংক্রমণ প্রতিরোধ কমিটির বিশেষ সভা অনুষ্টিত হয়।

জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর সভাপতিত্বে অনুষ্টিত সভায় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, জেলা সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন প্রমূখ।

সভায় সরকার নির্দেশিত বিধি-নিশেধ সুষ্টু বাস্তবায়ন করতে প্রয়োজনীয় পরামর্শ করা হয়। এসময় সিভিল সার্জন জেলায় করোনা সংক্রমণ বৃদ্বি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com