সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০৪ পূর্বাহ্ন
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজা জেলার শ্রেষ্ঠ ইউএনও হিসেবে নির্বাচিত ও পুরস্কৃত হয়েছেন।
সোনার বাংলা গড়ার প্রত্যয়ে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সমাজে সুশাসন প্রতিষ্ঠার অভিলক্ষ্যে পেশাগত জ্ঞান ও দক্ষতা, সততা, উদ্বাবন, ই-ফাইলিং, সোশাল মিডিয়া ব্যবহার সহ শুদ্ধাচার চর্চায় সন্তোষজনক অর্জনের স্বীকৃতি সরূপ ২০২০-২০২১ অর্থবছরে শুদ্ধাচার চর্চায় তাকে মনোনীত করা হয়।
রোববার বিকালে জামালপুর জেলা প্রশাসক মুর্শেদা জামান শ্রেষ্ঠদের মাঝে পুরস্কার বিতরণ করেন। ওই অনুষ্ঠানে বকশীগঞ্জ ইউএনও মুন মুন জাহান লিজাকে শ্রেষ্ঠ ইউএনও হিসেবে পুরস্কার প্রদান করা হয়।
পুরস্কার পাওয়ার পর উপজেলা নির্বাহী অফিসার মুন মুন জাহান লিজা বলেন এ অর্জন বকশীগঞ্জবাসীর, এ অর্জন সকলের । তাই আমি এই অর্জন বকশীগঞ্জ বাসীকে উৎস্বর্গ করলাম।