শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৯:৩৪ অপরাহ্ন
মোঃ জামাল হোসেন লিটন, চুনারুঘাট (হবিগঞ্জ): সরকার কর্তৃক ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়ন নিশ্চিত করতে শুক্রবার ২য় দিনের মতো হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পৌর এলাকা, দূর্গাপুর বাজার, নতুনব্রীজসহ সহ বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সশস্ত্র বাহিনীর সহযোগিতায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সত্যজিত রায় দাশ এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিলটন চন্দ্র পালের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
এসময় মোট ১৫ টি মামলায় ৫৮০০ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। তাছাড়াও ভ্রাম্যমান আদালত সচেতনতা বৃদ্ধির জন্য মাস্ক বিতরণ করে।