বুধবার, ২৪ জুলাই ২০২৪, ০৪:০১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বৃহস্পতিবার সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা চট্টগ্রামে ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে নিহত ৩ কলম্বিয়াকে হারিয়ে দ্বিতীয়বার কোপা আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বাহুবলে স্মার্ট এনআইডি কার্ড বিতরণের জন্য জনবল নিয়োগ বিজ্ঞপ্তি বাহুবলে দুই মাস ধরে নিখোঁজ রবিউলের সন্ধান চায় পরিবার যে কারণে ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি দেয় সোহাগ ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকিদাতা গ্রেপ্তার পিএসসির প্রশ্নফাঁস: দায় স্বীকার করে ৭ জনের জবানবন্দি, ১০ জন কারাগারে দেশের সম্পদ বেচে মুজিবের মেয়ে ক্ষমতায় আসে না: প্রধানমন্ত্রী ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি, প্রতিবাদে বাহুবলে মানববন্ধন

খোয়াই নদীর পানি বিপদসীমার ওপরে

চুনারঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি :হবিগঞ্জে খোয়াই নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। চুনারুঘাটের বাল্লা পয়েন্টে বৃহস্পতিবার বিকেলে পানি বিপদসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।

পানি উন্নয়ন বোর্ড জানায়, বুধবার ভোররাত থেকে ভারী বর্ষণের কারণে খোয়াইয়ের পানি বাড়তে থাকে। বৃহস্পতিবার রাতে বাল্লা পয়েন্টে নদীর পানি বিপৎসীমার উপরে উঠে যায়।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শাহনেওয়াজ তালুকদার জানান, ভারী বর্ষণের কারণে নদীর পানি বাড়ছে। বাল্লা পয়েন্টে পানি বিপৎসীমার উপরে থাকলেও শহরের সবগুলো পয়েন্টেই পানি বিপৎসীমার নিচে রয়েছে।

তিনি বলেন, ‘রাতে যদি বৃষ্টিপাত হয় তাহলে পানি আরও বাড়বে। তখন শহরের বিভিন্ন অংশে পানি বিপদসীমার উপরে চলে যেতে পারে। তবে নদীর বাঁধ শক্তিশালী হওয়ায় আতংকের কারণ নেই। এরপরও আমরা সতর্ক রয়েছি।’রাতে বৃষ্টি হলে বাল্লা পয়েন্টে বেশ কিছু গ্রাম তলিয়ে যেতে পারে বলে জানান তিনি।

নদীর উৎপত্তিস্থল ভারতের ত্রিপুরা থেকে পানি আসছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘সেই বিষয়টি এখনও আমরা নিশ্চিত হতে পারিনি।’

সিলেট আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়া কর্মকর্তা সাঈদ আহমেদ চৌধুরী জানান, বুধবার ভোর থেকে হবিগঞ্জসহ সিলেট অঞ্চলের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত শুরু হয়েছে। আগামী তিনদিন এই বৃষ্টি অব্যাহত থাকতে পারে। তবে সিলেট বিভাগের অন্যসব জেলার থেকে হবিগঞ্জে বৃষ্টি অনেক কম হবে।

তিনি বলেন, ‘আজ ২ জুলাই পর্যন্ত হবিগঞ্জে কিছুটা ভারী বর্ষণ হতে পারে। কিন্তু এরপরই আবার বৃষ্টি কমে যাবে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com