মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৮:৩৯ পূর্বাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লকডাউনের চতুর্থ দিনে সরকারি স্বাস্থ্যবিধি অমান্য করার অপরাধে ১৫ মামলায় ৪১০০ টাকার অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্মমাণ আদালত।
রোববার (৪ জুলাই) করোনাভাইরাস প্রদিরোধে লকডাউন ও কড়াকড়ি বিধি-নিষেধের চতুর্থ দিনে শহর ও শহরতলির বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নেছার উদ্দিন জানান, সরকার ঘোষিত বিধি-নিষেধের চতুর্থ দিনে ন্বাস্থ্যবিধি অমান্যের অপরাধে বিভিন্ন ব্যক্তিকে ১৫ মামলায় ৪১০০ টাকার অর্থদন্ড প্রদান করা হয়েছে। ভ্রাম্মমাণ আদালত পরিচালনায় শ্রীমঙ্গল থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি টিম সহায়তা করে।
এছাড়াও শ্রীমঙ্গল শহর জুড়ে আইনশৃঙ্খলঅবাহিনীর কঠোর তদারকি চলমান রয়েছে।