মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৯:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

মৌলভীবাজারে ভোক্তার সচেতনতামূলক প্রচারণা ও অভিযান

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারে করোনা মহামারি ও লকডাউনে নৃত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে মাঠে নেমেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় করোনাভাইরাস প্রতিরোধে জণসচেতনতামূলক প্রচারও চালায় প্রতিষ্টানটি। অভিযানে দুটি প্রতিষ্টনকে অনিয়মের দায়ে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৫ জুলাই) সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে সচেতনতামূলক প্রচারণা ও অভিযানে আমর্স ব্যাটেলিয়ান পুলিশ ফোর্স এর সহযোগিতায় করে। এসময় সদর উপজেলার কোর্ট রোড, পুরাতন হাসপাতাল রোড, পশ্চিমবাজার, কুদরত উল্ল্যা রোডসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্ঠান, ফার্মেসী এবং অন্যান্য দোকানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার এর সহকারী পরিচালক মো. আল-আমিন জানান, তদারকি অভিযানে ওজনে কম দেওয়া, মূল্য তালিকা না রাখা, ফ্রিজে রেখে মাংস বিক্রয় করা, দাম বেশি নেওয়াসহ বিভিন্ন অনিয়মের দায়ে কোর্ট রোডে অবস্থিত খোকন মিট হাউজকে ৩ হাজার টাকা, পশ্চিমবাজারে অবস্থিত হামজা পোল্ট্রি হাউজকে ১ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

এছাড়াও পথচারী এবং ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের করোনা ভাইরাস মোকাবেলায় সচেতনতা অবলম্বনে শারীরিক দূরত্ব মেনে চলার জন্য এবং মাস্কবিহীন ক্রেতার কাছে পণ্য বিক্রয় না করার জন্য অনুরোধ জানানো হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com