মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৯:২৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৬ বছরে পদার্পণ উপলক্ষে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব হল রুমে রোববার রাতে স্বাস্থ্যবিধি মেনে আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে ৷
অনুষ্ঠানে যায়যায়দিন এর শ্রীমঙ্গল প্রতিনিধি মো: শফিকুল ইসলাম রুম্মনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও কমলগঞ্জ আ’লীগের সাধারণ সম্পাদক এ এস এম আজাদুর রহমান পিপি আজাদ ৷ বিশেষ অতিথি হিসেবে ছিলেন, শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবীর ৷
অতিথি হিসেবে ছিলেন, ক্লাবের সিনিয়র সহ-সভাপতি শামীম আক্তার হোসেন, সহ-সভাপতি অসীম পাল শ্যামল, সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, সাপ্তাহিক আলোকন এর সম্পাদক হুমায়ূন কবীর চৌধুরী রিপন, দ্বারিকা পাল মহিলা কলেজের অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী, যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম শ্রীমঙ্গল শাখার সাধারণ সম্পাদক ও হোটেল ইসাকী এমোসে’র ম্যানেজিং ড্রাইরেক্টর (এমডি) সাইফ উদ্দিন লিটন ৷
এ ছাড়াও উপস্থিত ছিলেন, ইমন দেব চৌধুরী বৈশাখী টিভি, নান্টু রায় শ্রীমঙ্গলের চিঠি, সাজন আহমেদ রানা, দৈনিক আমার বার্তা, এস কে সুমন এশিয়ান টিভি, শিমুল তরফদার প্রথম আলো, সুমন বৈদ্য দৈনিক ভোরের কাগজ, রুপম আচার্য্য ডেইলী অবজারভার, রিয়ন আহমেদ, দৈনিক দেশ, জহিরুল ইসলাম সাপ্তাহিক জয়বার্তা, শাকিল আহমেদ সম্পাদক শ্রীমঙ্গল নিউজ টোয়েন্টি ফোর ডটকম, সাংবাদিক মিথুন পুরকায়স্থ, ইব্রাহিম প্রমুখ ৷
এ সময় বক্তারা বলেন, সংবাদিকরা হচ্ছেন জাতির বিবেক। অপসাংবাদিকতা দুর করতে হবে, সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হলে তাদেরকে ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে তথ্য সংগ্রহ করে তা প্রকাশ করতে হবে।