মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৬:৩৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারে লকডাউন ও কঠোর স্বাস্থ্যবিধি মানাতে জরিমানা ও আটক অব্যহত রেখেছে প্রশাসন। জেলা জুড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় স্বাস্থ্যবিধি অমান্যের দায়ে ১১৮ ব্যক্তিকে ৭৪ হাজার ৪০০ টাকার অর্থদন্ড দেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী ম্যাজিস্ট্রেটগণ। এসময় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে আটক হন ৯ জন।
মঙ্গলবার (৬ জুন) লকডাউন ও কঠোর বিধিনিষেধের সপ্তম দিন সকাল থেকে জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসানের সার্বিক নির্দেশানয় জেলা সদর সহ জেলার সবকটি উপজেলায় ভ্রাম্যমাণ অভিযান চালায়।
এসময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এসময় পুলিশ, র্যাব, সেনাবাহিনী, বিজিবি ও আনসার ব্যাটালিয়ানের সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন। এছাড়াও জেলা ও উপজেলাগুলোতে স্বাস্থ্যবিধি মানাতে আইন-শৃ্খংলা বাহিনীর টহল ও নজরদারি বলবৎ রয়েছে।