রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪, ০৮:২৫ পূর্বাহ্ন
তরফ নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২০১ জন মারা গেছেন। করোনায় এক দিনে দেশে এটি সর্বোচ্চ মৃত্যু। এর আগে গত পরশু একদিনে সর্বোচ্চ ১৬৪ জনের মৃত্যু হয়েছিল।
এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১৫ হাজার ৫৯৩ জন মারা গেছেন।
এছাড়া, একই সময়ে ১১ হাজার ১৬২ জনকে শনাক্ত করা হয়েছে। শনাক্তের হার ৩১ দশমিক ৩২ শতাংশ। গতকাল দেশে সর্বোচ্চ ১১ হাজার ৫২৫ জনের করোনা শনাক্ত হয়েছিল।
আজ বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ৩৫ হাজার ৬৩৯টি নমুনা পরীক্ষা করে আরও ১১ হাজার ১৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩১ দশমিক ৩২ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন পাঁচ হাজার ৯৮৭ জন। মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৫০ হাজার ৫০২ জন।
আজ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২০১ জনের মধ্যে ১১৯ জন পুরুষ ও ৮২ জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে তাদের মধ্যে একজনের বয়স ১১-২০ জনের মধ্যে, চার জনের বয়স ২১-৩০ বছরের মধ্যে, নয় জনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে, ২৫ জনের বয়স ৪১-৫০ বছরের মধ্যে, ৪৭ জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে ও ষাটোর্ধ্ব ১১৫ জন।
গত একদিনে সর্বোচ্চ ৬৬ জনের মৃত্যু হয়েছে খুলনা বিভাগে। এর পর ঢাকা বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ ৫৮ জনের মৃত্যু হয়েছে। বরিশাল বিভাগে এদিন সবচেয়ে কম সাত জনের মৃত্যু হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২০১ জনের মধ্যে ১৬৫ জন সরকারি হাসপাতালে মারা গেছেন। বেসরকারি হাসপাতালে মারা গেছেন ২৩ জন, ১২ জন বাসায় মারা গেছেন এবং হাসপাতালে নেওয়ার সময় একজন মারা গেছেন।