মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৬:২৫ পূর্বাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজা) প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লকডাউন ও কঠোর বিধিনিষেধ প্রতিপালনে প্রচারণায় যোগ দিয়েছেন উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
বুধবার (৭ জুলাই) কঠোর বিধিনিষেধের সপ্তম দিন দুপুরে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের উদ্যোগে করোনাভাইরাস (কোভিট-১৯) সংক্রমণ প্রতিরোধে প্রচার অভিযান অনুষ্টিত হয়।
এসময় শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম, শহরের বিভিন্ন সড়কে হ্যান্ড মাইকে সরকারি বিধিনিষেধ মেনে চলতে জনসাধারণকে অনুরোধ করেন। শহরের হবিগঞ্জ রোড, কলেজ রোড, ষ্টেশন রোডে লকডাউন পরিস্থিতি পর্যবেক্ষণ করেন উপাধ্যক্ষ ড, মো, আব্দুস শহীদ এমপি। এসময় উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রেমসাগর হাজরা, সহকারী কমিশনার (ভূমি) মো. নেছার উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. হরিপদ রায়, ইউপি চেয়ারম্যান ভানুলাল রায় সহ আ’লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে স্থানীয় চৌমুহনা চত্তরে উপজেলা প্রশাসন কতৃক স্থাপিত সুরক্ষা মঞ্চে ইউএনও নজরুল ইসলামের সভাতিত্বে বক্তব্য দেন উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি,।
এসময় তিনি শ্রীমঙ্গলবাসীকে লকডাউন ও কঠোর বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানান, শহরের ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন আপনারা কঠোর লকডাউন পালন করুন। ব্যবসা প্রতিষ্টান খোলা রাখলে করোনা প্রতিরোধ করা সম্ভব নয়। বিভিন্ন স্থান থেকে লোকজন এসে জড়ো হবে। সাথে করোনাভাইরাস সংক্রমণ ছড়ানোর সম্ভবনা থাকবে।
ইউএনও নজরুল ইসলাম বলেন, শ্রীমঙ্গলবাসী অতিতে করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে এসেছেন, যার ফলে আমরা করোনা প্রতিরোধে সফল হয়েছি। এবারো আমরা আশা করি আপনাদের সহযোগিতায় করোনা প্রতিরোধ করতে সক্ষম হবো। এছাড়াও শহর ও শহরতলিতে আইন-শৃঙ্খলা বাহিনীর টহল ও নজরদারি চলমান ছিল।