মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৬:২১ পূর্বাহ্ন
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ন্যায্যমূল্যে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবির) পণ্য বিক্রি শুরু হয়েছে।
বুধবার দুপুরে বাট্টাজোড় ইউনিয়নের নালার মোড়ে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মুন মুন জাহান লিজা পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন। এসময় সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস, টিসিবি ডিলার সাজু মিয়া উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার মুন মুন জাহান লিজা জানান, অনেক বছর ধরে বকশীগঞ্জ উপজেলায় টিসিবির পণ্য বিক্রি বন্ধ রয়েছে। আমি যোগদানের পর থেকে টিসিবির পণ্য বিক্রির বিষয়টি নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পুণরায় বিক্রির উদ্যোগ নিয়েছি। তারই ধারাবাহিকতায় আবার এই উপজেলায় পণ্য বিক্রি শুরু হয়েছে।
ভোক্তা পর্যায়ে ন্যায্যমূল্যে পণ্য পৌঁছে দিতে প্রতিটি ইউনিয়নেই বিক্রি করা হবে টিসিবির পণ্য। একজন ভোক্তা ৫৫ টাকা দরে দুই কেজি চিনি, ৫৫ টাকা দরে দুই কেজি মুসর ডাল ও ১০০ টাকা করে দুই লিটার সয়াবিন তেল ক্রয় করতে পারবেন।