শনিবার, ২০ জুলাই ২০২৪, ১০:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বৃহস্পতিবার সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা চট্টগ্রামে ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে নিহত ৩ কলম্বিয়াকে হারিয়ে দ্বিতীয়বার কোপা আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বাহুবলে স্মার্ট এনআইডি কার্ড বিতরণের জন্য জনবল নিয়োগ বিজ্ঞপ্তি বাহুবলে দুই মাস ধরে নিখোঁজ রবিউলের সন্ধান চায় পরিবার যে কারণে ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি দেয় সোহাগ ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকিদাতা গ্রেপ্তার পিএসসির প্রশ্নফাঁস: দায় স্বীকার করে ৭ জনের জবানবন্দি, ১০ জন কারাগারে দেশের সম্পদ বেচে মুজিবের মেয়ে ক্ষমতায় আসে না: প্রধানমন্ত্রী ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি, প্রতিবাদে বাহুবলে মানববন্ধন

রংপুরকে হারিয়ে দুই ম্যাচ পর সিলেটের স্বস্থির জয়

স্পোর্টস ডেস্ক : রংপুর রাইডার্সকে হারিয়ে টানা দুই ম্যাচ পর জয়ের দেখা পেয়েছে সিলেট সিক্সার্স। বাংলাদেশ প্রিমিযার লিগের (বিপিএল) ১৮তম ম্যাচে ২৭ রানে জয় পায় সিলেট।  অপরদিকে টানা তৃতীয় ম্যাচের হারের মুখ দেখলো রংপুর।

বুধবার (১৬ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচটি শুরু হয় সন্ধ্যা সাড়ে ৬টায়। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রংপুর অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। যেখানে প্রথমে ব্যাট করা সিলেট ১৮৭ রানের বড় সংগ্রহ পায়। জবাবে ৬ উইকেটে ১৬০ করে রংপুর।

১৮৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দলীয় ১১ রানেই ক্রিস গেইল, মেহেদি মারুফ ও অ্যালেক্স হেলসকে হারিয়ে বিপদে পড়ে রংপুর। তবে মাঝে হাল ধরেন রিলে রুশো ও মোহাম্মদ মিঠুন। ৮৯ রানের জুটি গড়েন তারা। কিন্তু তাসকিন আহমেদ এদের দু’জনকেই তুলে নিলে ফের ম্যাচে ফেরে সিলেট।

রুশো সর্বোচ্চ ৩২ বলে ৩টি চার ও ৪টি ছক্কায় ৫৮ রান করেন। মিঠুন ২৯ বলে ৫টি চারে ৩৫ করেন। মাশরাফি ৩৩ রানে অপরাজিত থাকেন।

এর আগে লিটন দাশ ও ডেভিড ওয়ার্নারের ব্যাটিং ঝড়ে রংপুর রাইডার্সের বিপক্ষে নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৮৭ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় সিলেট সিক্সার্স। দু’জনই দারুণ ব্যাট করে হাফসেঞ্চুরি তুলে নেন।

এদিন ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত ব্যাট করে সিলেট। উদ্বোধনী দুই ব্যাটসম্যান লিটন ও সাব্বির রহমান ৮.৩ ওভারের মধ্যেই তুলে নেন ৭৩ রান। সাব্বির ২০ বলে সমান ২০ করে বেনি হাওয়েলের কাছে এলবির শিকার হন। তবে ঝড়ো ব্যাটিংয়ে হাফসেঞ্চুরি করা লিটন শেষ পর্যন্ত ৭০ রানের অসাধারণ ইনিংস খেলে বিদায় নেন। ৪৩ বলে ৯টি চার ও একটি ছক্কায় নিজের ইনিংস সাজান তিনি।

এরপরে দলের হাল ধরেন অধিনায়ক ওয়ার্নার ও নিকোলাস পুরান। পুরান ১৬ বলে ২৬ করে শফিউল ইসলামের বলে বোল্ড হন। কিন্তু দলকে পথ দেখিয়ে শেষ পর্যন্ত ব্যাটিং করেন ওয়ার্নার। ৩৬ বলে ৬টি চার ও দুটি ছক্কায় ৬১ করে অপরাজিত থাকেন তিনি।

রংপুরের বোলারদের মধ্যে শফিউল তিনটি উইকেট পান। একটি উইকেট দখল করেন হাওয়েল।

সংক্ষিপ্ত স্কোর:

সিলেট: ২০ ওভারে ১৮৭/৫ (লিটন ৭০, সাব্বির ২০, ওয়ার্নার ৬১*, পুরান ২৬, আফিফ ৬, জাকের ০, অলক ০*; মাশরাফি ৩-০-৪৩-০, শফিউল ৪-০-৩১-৩, সোহাগ ৪-০-৩৮-০, হাওয়েল ৩-০-২২-১, ফরহাদ ২-০-৯-০, গেইল ৩-০-৩৫-০, নাহিদুল ১-০-৭-০)।

রংপুর রাইডার্স: ২০ ওভারে ১৬০/৬ (গেইল ৭, মারুফ ৩, হেলস ০, রুশো ৫৮, মিঠুন ৩৫, মাশরাফি ৩৩*, হাওয়েল ১৩, নাহিদুল ৫*; তানভির ৪-০-২২-১, রানা ৪-০-৪০-২, তাসকিন ৪-০-৩৪-২, আফিফ ১-০-২২-০, লামিচানে ৪-০-১৮-১, অলক ৩-০-২৩-০)।

ফল: সিলেট সিক্সার্স ২৭ রানে জয়ী

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com